আসছে ‘মিস্টার বাংলাদেশ’

শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী  চলচ্চিত্র ‘মিস্টার বাংলাদেশ’। মঙ্গলবার সেন্সর ছাড়পত্র হাতে নিয়ে গ্লিটজকে এমনটাই জানালেন চলচ্চিত্রটির প্রযোজক ও নায়ক খিজির হায়াত খান।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2018, 01:22 PM
Updated : 23 Oct 2018, 01:22 PM
জঙ্গিবাদবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত এক যুবকের জঙ্গি আক্রমণে পরিবার-স্বজনসহ সর্বস্ব হারিয়ে ‘মিস্টার বাংলাদেশ’ ওঠার গল্প এই চলচ্চিত্র। আক্তারুল ইমান পরিচালিত চলচ্চিত্রটি প্রযোজনার পাশাপাশি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন খিজির হায়াত।

তিনি মঙ্গলবার গ্লিটজকে বলেন, “আজ চলচ্চিত্রটির সেন্সর সার্টিফিকেট হাতে পেলাম। আশা করছি, চলতি বছরই চলচ্চিত্রটি মুক্তি দিতে পারব। নভেম্বর-ডিসেম্বরের মধ্যে যে তারিখই পাই, সে তারিখেই চলচ্চিত্রটি মুক্তির জন্য প্রস্তুত আছি আমরা।”

২০১৭ সালের শেষ দিকে ‘মিস্টার বাংলাদেশ’র শুটিং শুরু হয়ে শেষ হয় চলতি বছর ফেব্রুয়ারিতে।

সিনেমাটির কাহিনি ও চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন খিজির হায়াত খান ও হাসনাত পিয়াস। খিজির হায়াতের বিপরীতে শানারেই দেবী শানু ছাড়াও এতে আরও অভিনয় করেছেন টাইগার রবি, শাহরিয়ার সজীব, শামীম হাসান সরকার, মেরিয়ান প্রমুখ।