এটিএন বাংলায় পূজার নাটক ‘দেবী’

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুক্রবার রাত ৯টায় এটিএন বাংলায় প্রচার হবে একক নাটক ‘দেবী’।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2018, 12:17 PM
Updated : 17 Oct 2018, 12:17 PM

প্রীতি দত্ত’র রচনায় নাটকটি পরিচালনা করেছেন বিশ্বজিৎ দত্ত ও প্রীতি দত্ত। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ছোটপর্দার অভিনয়শিল্পী মেহজাবিন চৌধুরী।

মেহজাবিন বলেন, “নাটকের গল্পটা আমার কাছে এক কথায় দারুণ লেগেছে। আশা করছি, দর্শকদেরও ভালো লাগবে।”

নাটকে গল্পে দেখা যাবে, পূজায় বাড়ির কাউকে না জানিয়ে দীর্ঘদিন পর আমেরিকা থেকে দেশে ফিরে জয়ন্ত। ছেলেকে পেয়ে তার বাবা-মার পূজার আমেজ বেড়ে যায়। তার জন্য পরিবার থেকে পাত্রী দেখা শুরু করেন বাবা-মা।

মাঝে এক সকালে জয়ন্তর সঙ্গে এক তরুণীর সাক্ষাত হয়। মেয়েটি  ঠাকুরের আসনের সামনে স্নিগ্ধ সাজে পূজা করছেন আর গান গাইছেন। মেয়েটিকে ভালো লাগে জয়ন্তর। নানাভাবে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। এক সময় জানা গেল মেয়েটির নাম ‘দেবী’। দেবীকে ঘিরেই এগিয়েছে নাটকের গল্প।

মেহজাবিন ছাড়াও এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এস এন জনি, মানস বন্দোপাধ্যায়, করভী মিজান।