ঢাকায় আরও ৪ সিনেপ্লেক্স

রাজধানীর ধানমন্ডি, মহাখালী, উত্তরা ও পূর্বাচল সিটিতে নতুন ৪টি সিনেপ্লেক্স নির্মাণ করছে স্টার সিনেপ্লেক্স।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Oct 2018, 02:59 PM
Updated : 10 Oct 2018, 09:28 AM

সোমবার স্টার সিনেপ্লেক্সের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে একথা জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাহবুবুর রহমান।

তিনি জানান, ধানমন্ডি (সীমান্ত স্কয়ার সংলগ্ন সীমান্ত সম্ভার), মহাখালী, উত্তরা ও পূর্বাচল সিটিতে সিনেপ্লেক্স নির্মাণ করা হবে। ইতোমধ্যে সীমান্ত সম্ভারে (ধানমন্ডি) তিনটি মাল্টিপ্লেক্স নির্মাণকাজ শেষ হয়েছে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে চালু করা হবে।

মহাখালীর মাল্টিপ্লেক্সের প্রাথমিক কাজ শুরু হয়ে গেছে বলে জানান তিনি।

তিনি বলেন, উত্তরা ও পূর্বাচলের সিনেপ্লেক্স নতুন ধরনের প্রযুক্তির সন্নিবেশ ঘটবে।

ক্রমান্বয়ে কক্সবাজার ও চট্টগ্রামে মাল্টিপ্লেক্স নির্মাণেরও পরিকল্পনা আছে বলে জানান তিনি।

দেশের সিনেমাপ্রেমী দর্শকদের বিশ্বমানের প্রেক্ষাগৃহ উপহার দেয়ার লক্ষ্যে ২০০৪ সালের ৮ অক্টোবর রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে যাত্রা শুরু করে ‘স্টার সিনেপ্লেক্স’।