দেবলীনা সুরের অ্যালবাম ‘কী হাওয়ায় মাতালো’

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রকাশ হলো শিল্পী দেবলীনা সুরের রবীন্দ্রসংগীতের অ্যালবাম ‘কী হাওয়ায় মাতালো’।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Oct 2018, 12:01 PM
Updated : 9 Oct 2018, 12:01 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন,  সাতটি গান নিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। অ্যালবামের সিডি বাজারে পাওয়া যাচ্ছে। অ্যালবামের সংগীতায়োজন করেছেন ভারতের সংগীত পরিচালক রণজয় ভট্টাচার্য্য।

সিডির পাশাপাশি জিপি মিউজিক, রবি স্প্ল্যাশ, বাংলালিংক ভাইবসহ অন্যান্য মোবাইল অপারেটরেও গানগুলো প্রকাশ পেয়েছে।

 

অ্যালবামের টাইটেল সং ‘মোর ভাবনারে কী হাওয়া মাতালো’-এর মিউজিক ভিডিও ইউটিবে প্রকাশ পেয়েছে। গানওয়ালার ব্যানারে মিউজিক ভিডিওতে দেবলীনার সঙ্গে মডেল হিসাবে আছেন তানিমসহ পাঁচ জন শিশুশিল্পী। ভিডিওটি নির্মাণ করেছেন সুমন সাহা।

ধামরাই বণিক বাড়িতে শুটিং হয় ভিডিওটির। মিউজিক ভিডিওটি শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হবে।