নিউমোনিয়ায় আক্রান্ত দিলীপ কুমার হাসপাতালে

ভারতের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার পুনরায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

নিউজডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2018, 04:02 PM
Updated : 8 Oct 2018, 04:03 PM

রোববার রাতে ৯৫ বছরের এই নায়ককে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। একই কারণে গত মাসেও তাকে কিছুদিন হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল।

দিলীপ কুমারের আফিসিয়াল টুইটার একাউন্ট থেকে বলা হয়, “আপনাদের জানাতে চাই, গত রাতে দিলীপ কুমারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নিউমোনিয়ার চিকিৎসা চলছে। প্রার্থনা করুন…টুইটারে তার খবর আপনাদের জানানো হবে।”

 

গত সপ্তাহে দিলীপ কুমারের স্ত্রী প্রখ্যাত অভিনেত্রী সায়রা বানু পিটিআইকে বলেছিলেন, বাড়িতেই ডাক্তার এবং নার্স দিলীপ কুমারের দেখাশুনা করছেন।

গত কয়েক বছরে দিলীপ কুমারকে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে।

তার মধ্যে গত বছর নভেম্বরে নিউমোনিয়ার কারণে তাকে হাসপাতালে যেতে হয়। কয়েকমাস পর কিডনি জটিলতায় তিনি হাসপাতালে চিকিৎসা নেন।

চলচ্চিত্রে অবদানের জন্য দিলীপ কুমার ১৯৯৪ সালে সম্মানসূচক দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন। ১৯৯১ সালে তিনি ভারতের রাষ্ট্রীয় সম্মাননা পদ্মভূষণ লাভ করেন।