চীনে আন্তর্জাতিক নৃত্য শিক্ষা সম্মেলনে যাচ্ছেন পূজা

চীনে অনুষ্ঠেয় একটি আন্তর্জাতিক নৃত্য শিক্ষা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন নৃত্যশিল্পী পূজা সেনগুপ্ত।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2018, 02:15 PM
Updated : 21 Sept 2018, 02:15 PM

চীন সরকারের ১৯তম জাতীয় সম্মেলন ঘোষণার অংশ হিসেবে আগামী ২৭ থেকে ২৯ সেপ্টেম্বর ডানহুয়াং শহরে এই সম্মেলনের আয়োজন করেছে বেইজিং ড্যান্স অ্যাকাডেমি, ক্যাপিটাল নরমাল বিশ্ববিদ্যালয় ও নর্থওয়েস্ট নরমাল বিশ্ববিদ্যালয়।

এ উপলক্ষে বিভিন্ন দেশের নৃত্যশিল্পী ও নৃত্য প্রশিক্ষকদের আমন্ত্রণ জানিয়েছে দেশটির জাতীয় নৃত্য প্রশিক্ষক পরিষদ।

বাংলা সাহিত্যকে নাচে প্রয়োগ করে ‘বাংলাদেশের নিজস্ব সমসাময়িক নৃত্যধারা তৈরির চেষ্টার’ জন্য এ আয়োজনে আমন্ত্রণ পেয়েছেন নাচের দল তুরঙ্গমীর আর্টিস্টিক ডিরেক্টর পূজা সেনগুপ্ত।

উচ্ছ্বসিত এ নৃত্যশিল্পী গ্লিটজকে বলেন, “বেইজিং ড্যান্স অ্যাকাডেমি এই প্রথম বাংলাদেশ থেকে কোনো নৃত্যশিল্পীকে আমন্ত্রণ জানাল। আমি আনন্দিত, সম্মানিত, অনুপ্রাণিত। বিশ্বাস, পরিশ্রম আর অধ্যবসায় থাকলে জীবনে কিছুই অসম্ভব না। আমন্ত্রণপত্র পেয়ে এটাই মনে হয়েছে বারবার।”

চীনের ওই সম্মেলনে ‘প্রথাগত ও সৃজনশীল নৃত্য শিক্ষা পদ্ধতির সহাবস্থান’ শীর্ষক গবেষণাধর্মী প্রবন্ধ উপস্থাপন করবেন পূজা। সম্মেলনে অংশ নিতে ২৬ সেপ্টেম্বর তিনি রওনা হবেন।

তিনি বলেন, বাংলাদেশের নিজস্ব নৃত্যধারা নির্মাণ এবং বিশ্বব্যাপী এর প্রচার ও প্রসারের লক্ষ্যে তুরঙ্গমী কাজ করছে।