প্রধানমন্ত্রীকে নিয়ে গাইলেন তারা

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গাইলেন এ প্রজন্মের চার শিল্পী।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2018, 11:33 AM
Updated : 18 Sept 2018, 11:33 AM

‘তুমি জনতার মঞ্চে এসে দাঁড়ালে, লাল সবুজের পতাকা দোলে, তুমি জনতার মঞ্চে এসে দাঁড়ালে, হৃদয়ে বাংলাদেশ কথা বলে’-এমন কথার গানটি লিখেছেন কবি সুজন হাজং। যাদু রিছিলের সুরে গানটির সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ।

কিশোর দাশ, পুলক অধিকারী, পুতুল ও লিজা নতুন প্রজন্মের এই চার শিল্পীর কন্ঠে সোমবার রাতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

নতুন প্রজন্মের জনপ্রিয় এ চার শিল্পীই পৃথকভাবে তাদের মন্তব্যে জানান, তারা গানটিতে কণ্ঠ দিতে পেরে খুবই খুশি। তারা বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জন্য টনিক। তাঁকে নিয়ে গাইতে পেরে আমরা তৃপ্ত।

সংগীতপরিচালক সুমন কল্যান জানান, গানটি কথা ও সুরে চমৎকার। চারজন তরুন শিল্পীদের তিনি ধন্যবাদ জানান।

গীতিকবি সুজন হাজং বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ম্যাজিক্যাল নেতৃত্বের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এ গানটি করার মাধ্যমে আমরা তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

আগামী ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গানটি ভিডিওসহ প্রকাশ হবে বলে জানা গেছে।