দ্বিতীয়বারের মতো শুরু মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতা

দেশে দ্বিতীয়বারের মতো শুরু হলো ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’ প্রতিযোগিতা। ৩০ হাজারেরও বেশি প্রতিযোগি নিয়ে ১৬ সেপ্টেম্বর থেকে এফডিসিতে শুরু হয়েছে এর অডিশন রাউন্ড।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2018, 12:42 PM
Updated : 16 Sept 2018, 12:49 PM

নানা বিতর্ক দিয়ে শুরু হওয়া ‘মিস ওয়ার্ল্ড’-এর বাংলাদেশের প্রতিযোগি খোঁজার প্রতিযোগিতাটি দ্বিতীয়বারের মতো শুরু হলো। আয়োজক অন্তর শো বিজ জানায় ১৬ অক্টোবর থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতার অডিশন রাউন্ড শেষে আসছে অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যেই তারা নির্বাচন করতে চান কে হতে যাচ্ছেন বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি।

তবে, প্রথম বারের মতো বিতর্কে জড়াতে চান না অন্তর শো বিজ এর কর্ণধার স্বপন চৌধুরী। মডেল এভ্রিলের মাথায় মিস ওয়ার্ল্ডের মুকুট তুলে দিয়েও তা ফিরিয়ে নিয়ে দারুণ বিতর্কে পড়েছিলেন তিনি। সে আসরে অনেক প্রতিযোগির নামেই মিথ্যা তথ্য দেয়ার অভিযোগও আসে।

এ প্রসঙ্গে স্বপন চৌধুরী আরো বলেন, “গতবার মিথ্যা তথ্য দেয়ার কারনে বিভ্রান্তি ছড়িয়েছিল। এবার কেউ মিথ্যা তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করলে আমরা ১০ লক্ষ টাকা জরিমানার বিধান রেখেছি। পাশাপাশি আমাদের টিম এবং বিভিন্ন সংস্থার মাধ্যমে তথ্য যাচাই বাছাই করছি।”

এবারের আয়োজনে বিচারক হিসেবে থাকছেন জনপ্রিয় কন্ঠশিল্পী শুভ্রদেব, মডেল ও অভিনেত্রী তারিন, মডেল ও অভিনেতা খালেদ সুজন, মডেল ইমি, ব্যরিস্টার ফারাবী। অডিশন রাউন্ড থেকে পুরো প্রতিযোগিতায় তারাই বিচারকার্য পরিচালনা করবেন।

তবে গ্র্যান্ড ফিনালেতে আইকন বিচারকরা যোগ দেবেন। এবারের আয়োজনটির টেলিভিশন পার্টনার হিসেবে আছে দেশের প্রথম স্যাটেলাইট টিভি এটিএন বাংলা।

আয়োজন প্রসঙ্গে চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক ড. মাহফুজুর রহমান বলেন, “এমন একটি বড় কম্পিটিশনের সঙ্গে এটিএন বাংলা যুক্ত হওয়ায় ভালো লাগছে। আমি এ আয়োজনের উত্তরোত্তর সাফল্য কামনা করি।”

বাংলাদেশের চূড়ান্ত বিজয়ী ৭ ডিসেম্বর চীনে মূল পর্বে যোগদানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। তবে, চূড়ান্ত প্রতিযোগিতায় যাওয়ার আগে প্রায় তিন মাসব্যাপী নির্বাচিত প্রতিযোগীকে গ্রুমিং করানো হবে বলে জানায় অন্তর শো বিজ।

এবারের অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন ডিজে সনিকা। খুব শিগগিরই এটিএন বাংলায় এর প্রচার শুরু হবে