৮ বছর পর ‘প্রিডেটর’ সিরিজের নতুন ছবি

১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেতে যাচ্ছে ‘প্রিডেটর’ সিরিজের নতুন ছবি ‘দ্য প্রিডেটর’; একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে ছবিটি।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Sept 2018, 01:03 PM
Updated : 13 Sept 2018, 01:03 PM

বৃহস্পতিবার স্টার সিনেপ্লেক্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সায়েন্স ফিকশন অ্যাকশনধর্মী এ ছবির পরিচালক শেইন ব্ল্যাক। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বয়েড হলব্রুক, ট্রেভান্ট রোডস, জ্যাকব ট্রেম্বলে, অলিভিয়া মান, থমাস জেইন, আলফি অ্যালেন, স্টার্লিং কে ব্রাউনসহ আরো অনেকে।

তিন দশকেরও বেশি সময় আগে যাত্রা শুরু হয় ‘প্রিডেটর' সিরিজের। ১৯৮৭ সালে মুক্তি পেয়েছিল প্রথম ছবি ‘প্রিডেটর’। সায়েন্স ফিকশন হরর অ্যাকশনধর্মী এ ছবির প্রধান অভিনেতা ছিলেন হলিউডের ডাকসাইটে তারকা আর্নল্ড শেয়ার্জনেগার।

এক সৈন্যদলের প্রধান হিসেবে অভিনয় করেছিলেন তিনি, যারা এক অচেনা পরিবেশে মুখোমুখি হয় নৃশংস এলিয়েনদের। ছবিতে দুর্দান্ত অ্যাকশন দিয়ে দর্শকদের মাতিয়েছিলেন শোয়ার্জনেগার। বলা চলে তার কারণেই ছবিটি বক্স অফিসে বাজিমাত করেছিল।

এ পর্যন্ত তিনটি ছবি মুক্তি পেয়েছে ‘প্রিডেটর’ সিরিজের। ১৯৯০ সালে দ্বিতীয় ছবি ‘প্রিডেটর ২’, এবং সবশেষ ২০১০ সালে মুক্তি পায় তৃতীয় ছবি ‘প্রিডেটরস’।

আট বছর পর এবার দর্শকদের সামনে আসছে সিরিজের চতুর্থ ছবি ‘দ্য প্রিডেটর’। গত ৬ সেপ্টেম্বর টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটির প্রিমিয়ার হয়েছে।