মহিলা সমিতিতে ‘কচি স্মৃতি নাট্য উৎসব’

পদাতিক নাট্য সংসদ-টিএসসি’র প্রতিষ্ঠাতা সদস্য, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক সম্পাদক মুরতাঈশ কচি’র প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবারের মতো এবারও পদাতিক নাট্য সংসদ-টিএসসি আয়োজন করেছে তিনদিন ব্যাপী ‘কচি স্মৃতি নাট্য উৎসব ২০১৮’।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Sept 2018, 12:21 PM
Updated : 13 Sept 2018, 12:26 PM

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার বেইলি রোডের মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহীম মিলনায়তনে শুরু হবে এই তিনদিনের এই নাট্য উৎসব।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি থাকবেন নাট্যব্যক্তিত্ব ম. হামিদ, আইটিআই বাংলাদেশ কেন্দ্র’র সাধারণ সম্পাদক দেবপ্রসাদ দেবনাথ, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজীদ। এতে সভাপতিত্ব করবেন পদাতিকের সভাপতি সৈয়দ তাসনীন হোসাইন।

সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নাট্য উৎসবটি চলবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

নাট্যদলের প্রচার ও গণযোগাযোগ সম্পাদক শাখাওয়াত হোসেন শিমুল জানান, তিনদিনের এই নাট্য উৎসবে পদাতিক নাট্য সংসদের তিনটি নাটক মঞ্চে পরিবেশন করা হবে।

এর মধ্যে উদ্বোধনী দিনে ‘কালরাত্রি’, শুক্রবার ‘গুণজান বিবির পালা’ ও উৎসবের শেষ দিন মঞ্চস্থ হবে ‘গহনযাত্রা’।