শিল্পকলায় জার্মান-সুইস ব্যান্ড ‘রাগাবুন্ড’র কনসার্ট

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে সোমবার বিকেলে গোয়েটে ইনস্টিটিউট বাংলাদেশের উদ্যোগে আয়োজিত কনসার্টে সংগীত পরিবেশন করে জার্মান-সুইস ব্যান্ড ‘রাগাবুন্ড।’

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Sept 2018, 02:04 PM
Updated : 12 Sept 2018, 02:04 PM

গ্যেটে ইনস্টিটিউট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘পাশ’ (পার্টনার স্কুল প্রোগ্রাম) বাংলাদেশের ১০ বছর পূর্তি উপলক্ষে জার্মান স্কুল শিক্ষার্থীদের জন্য এ কনসার্টের আয়োজন করা হয়।

ব্যান্ডটি জার্মান, স্প্যানিশ, ইংলিশ ও ইতালিয়ান ভাষায় সর্বমোট ১৮টি  সংগীত পরিবেশন করেছে।

‘রাগাবুন্ড’র সদস্যরা হলেন- পাঁচো মেন্দোজা, ডন কারামেলো, ডা লুকা, মিকেই বোর্ড।

গ্যেটে ইনস্টিটিউটের পরিচালক কিরস্টেন হাকেনব্রোক ও জার্মান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন মিশেল শুলথাইস যৌথভাবে কনসার্টটির উদ্বোধন করেন।