আরটিভিতে 'মেঘ দেখবে বলে’

আরটিভিতে শনিবার প্রচারিত হবে জোভান-আশা অভিনীত নাটক ‘মেঘ দেখবে বলে’।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2018, 06:21 PM
Updated : 31 August 2018, 06:21 PM

নেপালে চিত্রায়িত নাটকটি রচনা করেছেন প্রিন্স এ আর; পরিচালনা করেছেন দীপু হাজরা।

নাটকটিতে আরও অভিনয় করেছেন তানভীর, প্রসূন আজাদ, আহসান আলমগীর প্রমুখ।

গল্পে দেখা যায়, আশা ও তার বান্ধবী প্রসূনের একসঙ্গে নেপালে বেড়াতে যাওয়ার কথা ছিল। কোন এক জরুরি কাজে প্রসূন যেতে পারেননি। বাধ্য হয়ে আশার একাই যেতে হয়। কিন্তু এয়ারপোর্টে লাগেজ আর টাকা পয়সা হারিয়ে বিপত্তিতে পড়তে হয় আশাকে।

একই ফ্লাইটে নেপালে যান জোভান। আশার চিন্তিত চেহারা দেখে সাহায্য করতে এগিয়ে আসেন। কিন্তু আশা বিষয়টি ভালোভাবে  নেয় না।

এদিকে আশা যে হোটেল রুমে উঠেছে, ভুল করে হোটেল ম্যানেজার জোভানকেও একই রুমের মাস্টার চাবিটা দিয়ে দেয়। হঠাৎ দরজা খুলে আঁতকে ওঠে জোভান। ঘটতে থাকে নানা ঘটনা। এভাবেই এগিয়ে যায় ‘মেঘ দেখবে বলে’ নাটকের গল্প।

পরিচালক দীপু হাজরা বলেন, "ভিন্নধর্মী গল্পের নাটকটি দর্শকদের ভালো লাগবে বলে আশা করছি।"