শ্রাবণ মেঘের দিনে হুমায়ূন স্মরণে ‘নদ্দিউ নতিম’

বৃষ্টিপ্রিয় হুমায়ূন আহমেদ স্বরণে আসছে ১১ অগাস্ট (২৭ শ্রাবণ) মঞ্চে আসছে ‘নদ্দিউ নতিম’।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 August 2018, 11:58 AM
Updated : 7 August 2018, 11:58 AM

বৃষ্টি ছিল হুমায়ূন আহমেদের খুব প্রিয়, বৃষ্টি বিলাসে মনটাকে ভিজিয়ে সজীব রাখতেন নিজেকে। ছয় বছর আগে শ্রাবণের মাসের ভরা বাদলেই তিনি চলে গেছেন ভক্তদের ছেড়ে। তার স্মরণে আগামী ১১ অগাস্ট (২৭ শ্রাবণ) মঞ্চস্থ হতে যাচ্ছে তার রচিত ‘কে কথা কয়’ উপন্যাস অবলম্বনে নির্মিত নাটক ‘নদ্দিউ নতিম’। এদিন শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে প্রদর্শিত হবে ম্যাড থেটার প্রযোজিত নাটকটি। 

নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন আসাদুল ইসলাম। অভিনয়ে আসাদুল ইসলাম, সোনিয়া হাসান ও আর্য মেঘদূত, যারা একই পরিবারের সদস্য।

নির্দেশক আসাদুল ইসলাম বলেন, “বর্তমান সময়ে একজন মানুষ অন্য একজনকে হত্যার জন্য নিজেকে আত্মাহুতি দিচ্ছে। এই নাটকে দেখা যায় একজন মানসিক প্রতিবন্ধী শিশুকে বাঁচাতে একজন কবির নির্বিকার আত্মাহুতি। অর্থাৎ অন্যকে হত্যা করতে নয় বরং বাঁচাতেই আরেক মানুষের জীবন উৎসর্গ, যা এই সময়ের জন্য এক অনন্য আদর্শ হিসাবে পরিগণিত।”

দেশে ও দেশের বাইরে বিভিন্ন মঞ্চে প্রশংসিত হয়েছে ম্যাড থেটারের এ প্রযোজনা।

নাটকটির সহযোগী নির্দেশক-আনিসুল হক বরুণ, সেট ও লাইট ডিজাইন করেছেন ফয়েজ জহির, পোশাক-সোনিয়া হাসান, আবহসংগীত-আর্য মেঘদূত, আলোক নিয়ন্ত্রণে-আরিফ আহমেদ ও আবহসঙ্গীত নিয়ন্ত্রণে রয়েছেন আদর।