মঞ্চে আসছে বাতিঘরের ‘র‍্যাডক্লিফ লাইন’

নতুন নাটক ‘র‌্যাডক্লিফ লাইন’ মঞ্চে আনছে নাট্যদল বাতিঘর।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 July 2018, 02:14 PM
Updated : 26 July 2018, 02:14 PM

মিথ্যা অহ‌মিকা আর ভোগ দখ‌লের জন্য আদিম যুগ থে‌কে শুরু ক‌রে এখন পর্যন্ত জাতিতে জাতিতে পারস্প‌রিক দ্বন্দ্ব চ‌লে আস‌ছে। এই মিথ্যা অহ‌মিকায় সৃষ্ট নিয়মের জাঁতাকলে পিষ্ট হ‌চ্ছে মানবতা আর ব‌লির পাঁঠা হ‌চ্ছে মানুষ নি‌জেই। নিজের শৃঙ্খলে বন্দী মানুষদের জাগাতে মঞ্চে আসছে বাতিঘরের ৮ম প্রযোজনা ‘র‌্যাডক্লিফ লাইন’।

“‘র‍্যাডক্লিফ লাইন’ নাট‌ক‌টি যেন সি‌স্টে‌মের খাঁচায় বন্দী মানুষের ভেত‌রের মান‌বিকতা‌কে একটা বড় নাড়া দিতে পারে, হৃদয়কে স্পর্শ করতে পারে সে চেষ্টাই থাকবে আমাদের এ নাট্য প্রযোজনায়”-বললেন নাটকটির রচয়িতা ও নির্দেশক মুক্তনীল। 

আগামী ২৭ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটারে অনুষ্ঠিত হতে যাচ্ছে নাটকটির প্রথম মঞ্চায়ন। মুক্তনীল জানান, উদ্বোধনী মঞ্চায়নের পরদিনও একই স্থানে মঞ্চায়িত হবে নাটকটি।

নাটকটিতে অভিনয় করেছেন-সাফিন, আহমেদ অশ্রু, স্বরণ বিশ্বাস, শিশির সরকার, সঞ্জয় হালদার। আলোক নিয়ন্ত্রনে তানজিল আহমেল। মঞ্চ পরিকল্পনায় খালিদ হাসান রুমি, তাজিম আহমেদ শাওন। সংগীতে জনি সেন রুবেল, সাদ্দাম রহমান এবং শব্দ প্রক্ষেপণে অপূর্ব দে।