দেশ সেরা শিল্পীদের কণ্ঠে দেশের গানের অ্যালবাম

দেশের সেরা শিল্পীদের কন্ঠে দেশের গান নিয়ে অ্যালবাম করছেন দুই তরুন-সুজন হাজং ও যাদু রিছিল।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 July 2018, 02:46 PM
Updated : 24 July 2018, 02:46 PM

কবি সুজন হাজংয়ের কথায় দেশের শীর্ষ দশ কণ্ঠশিল্পীকে নিয়ে তৈরি হচ্ছে দেশের গান। গানগুলোর সুর ও সংগীতায়োজন করেছেন যাদু রিছিল। অ্যালবামটিতে কণ্ঠ দিচ্ছেন সাবিনা ইয়াসমিন, কুমার বিশ্বজিৎ, ফাহমিদা নবী, প্রিয়াংকা গোপসহ দেশের জনপ্রিয় দশ সংগীতশিল্পী।

চলতি মাসে অ্যালবামের দুটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। ‘বাংলাদেশ’ ও ‘বাংলার আকাশ’ শিরোনামের দুটি গানে যথাক্রমে কণ্ঠ দিয়েছেন ফাহমিদা নবী ও সামিনা চৌধুরী।

অ্যালবামটি প্রসঙ্গে যাদু রিছিল গ্লিটজকে বলেন, একধরণের দায়িত্ববোধ থেকেই দেশের গানের অ্যালবাম করছি। গানগুলোতে কণ্ঠ দেবেন দেশ সেরা শিল্পীরা। ইতিমধ্যেই আমাদের সঙ্গে বেশ কয়েকজন শিল্পীর কথা চূড়ান্ত হয়েছে। চাইছি রুনা লায়লা, জেমস, শাকিলা জাফরকেও এ অ্যালবামে যুক্ত করতে। গানগুলো তারা বিশেষ যত্ন নিয়ে গাইবেন এ জন্যই দেশ সেরা শিল্পীদের নিয়ে একটি ভালো কাজ করার উদ্যোগ।”

কবি সুজন হাজং বলেন, “রোমান্টিক গান-কবিতা লেখা হয়েছে বেশ। এবার দেশের জন্য কিছু করার চিন্তা থেকেই এই দেশাত্মবোধক গানের অ্যালবামটা করছি। আমার পছন্দের শিল্পীরাই কণ্ঠ দিচ্ছেন। ভালো লাগছে।”

আসছে ঈদ উল আযহায় অ্যালবামটি প্রকাশিত হবে বলে জানিয়েছেন যাদু রিছিল।