আরেক চলচ্চিত্র নির্মাণে অমিতাভ রেজা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নির্মাতা অমিতাভ রেজা ক্যারিয়ারের প্রথম চলচ্চিত্র ‘আয়নাবাজি’ নির্মাণ করে বাজিমাত করেছেন; এবার জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘পুনরুজ্জীবন’ নামে নতুন একটি চলচ্চিত্র নির্মাণে হাত দিয়েছেন তিনি।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 July 2018, 12:00 PM
Updated : 15 July 2018, 12:00 PM

শনিবার প্রযোজনা প্রতিষ্ঠানটি সঙ্গে চূড়ান্ত চুক্তি হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা।

জাজ মাল্টিমিডিয়া জানিয়েছে, চলচ্চিত্রটির চিত্রনাট্যও করছেন অমিতাভ রেজা। নায়ক-নায়িকা এখনও নির্ধারণ করা হয়নি। বাকি ঘোষণা অনুষ্ঠানের মাধ্যমে ঘোষণা করা হবে।

‘পুনরুজ্জীবন’ হবে এ নির্মাতার তৃতীয় চলচ্চিত্র। ‘আয়নাবাজি’র পর ‘রিকশা গার্ল’ নামে তিনি দ্বিতীয় চলচ্চিত্রের কাজ শুরু করেছেন ইতোমধ্যে।

‘রিকশা গার্ল’-এ সম্প্রতি যুক্ত হয়েছেন চিত্রনায়ক শাকিব খান।

গত একশবছরের সেরা একশটি কিশোর উপন্যাসের মধ্যে একটি ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখিকা মিতালি পারকিনসের লেখা ‘রিকশা গার্ল’। এ গল্পটি অবলম্বনেই তৈরি হবে অমিতাভ রেজার নতুন চলচ্চিত্রটি।

উপন্যাস থেকে চলচ্চিত্রের উপযোগী চিত্রনাট্য তৈরি করেছেন শর্বরী জোহরা আহমেদ। তিনি প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র অন্যতম চিত্রনাট্যকার। পরিচালকের পাশাপাশি ছবিটি প্রযোজনা করবেন মার্কিন প্রযোজক এরিক জে অ্যাডামস।