প্রতীক হাসানের কণ্ঠে ‘ব্রাজিল নাকি আর্জেন্টিনা’

বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে ‘ব্রাজিল নাকি আর্জেন্টিনা’ শিরোনামে নতুন গান নিয়ে এলেন শিল্পী প্রতীক হাসান।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2018, 01:05 PM
Updated : 24 June 2018, 01:06 PM

প্রয়াত জনপ্রিয় সংগীতশিল্পী খালিদ হাসান মিলুর সন্তান প্রতীক হাসানও পিতার পথ ধরে গানে নিয়মিত হয়েছেন। বিশ্বকাপ ফুটবল উপলক্ষে এ শিল্পী গাইলেন ‘ব্রাজিল নাকি আর্জেন্টিনা’ শিরোনামে একটি রসাত্মক গান। গত ২২ জুন গানটি প্রকাশিত হয় ধ্রুব মিউজিক স্টেশানের ইউটিউব চ্যানেলে।

অনুরূপ আইচের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন জুয়েল মোর্শেদ। এটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চলচ্চিত্র নির্মাতা সৈকত নাসির। গানে শিল্পী প্রতীক হাসান, মডেল আইরিন আফরোজসহ আরও অনেকে।

গানটি প্রতীক হাসান বলেন-“গানটির কথা গুলো খুবই মজার। প্রেমিকের ঔৎসুক মন জানতে ব্যকুল তার প্রেমিকা কোন দলের সাপোর্টার। তার মন পেতে সে দরকার হলে হানিমুনে রাশিয়া যাবে। তাদের প্রেম,খুনসুটি,ঝগড়াঝাটি পুরো বিষয়টাই ব্রাজিল এবং আর্জেন্টিনার খেলার মাধ্যমে তুলে ধরা হয়েছে।

প্রতীক হাসান জানান, ভিডিওর প্রয়োজনে তাকে বেশ কিছু ড্যান্স স্টেপও শিখতে হয়েছে।

তার ভাষ্যে, “আমাদের এই কষ্ট সার্থক হয়েছে, কেননা গানটি প্রকাশের পর থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। ”

গীতকিার অনুরূপ আইচ বলেন- “গানটা বিশ্বকাপ নিয়ে একটি প্রেমের গান, ফানি মোমেন্টের গান এটি।  ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ইউটিউবে দর্শক-শ্রোতাদের উচ্ছ্বাস দেখে আমি অভিভূত।”

ইউটিউব ছাড়াও গানটি শুনতে পাওয়া যাচ্ছে জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।