মঞ্চে আসছে ‘পাখি’ ও ‘দুরাশা’

নির্দেশক সাইফুল ইসলাম সোহাগের জন্মদিনে মঞ্চস্থ হচ্ছে তার নির্দেশিত দুটি মঞ্চনাটক ‘দুরাশা’ ও ‘পাখি’।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 June 2018, 07:49 PM
Updated : 20 June 2018, 07:49 PM

শুক্রবার সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে নাটক দুটির প্রদর্শনীর আয়োজন করেছে নাট্যদল ‘ব্যতিক্রম’।

এর মধ্যে ‘দুরাশা’ নাটকটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘দুরাশা’ অবলম্বনে নির্মিত হয়েছে। নাটকটি নির্দেশনার পাশাপাশি নাট্যরূপও সোহাগের।

নাটকের গল্প সম্বন্ধে তিনি গ্লিটজকে বলেন, “আমরা আসলে নিজেদের ধার্মিক মনে করি, কিন্তু প্রকৃত ধার্মিক সব সময় মানুষের প্রতি সহনশীল হয়। ধর্ম মানুষে মানুষে ভালোবাসা শেখায়।

“কিন্তু এখন আমাদের মানুষ পরিচয়ের বাইরে হিন্দু কিংবা মুসলমান পরিচয়টাই বড় হয়ে উঠছে। ভালোবাসাটা যে বড় সেটা আর থাকছে না।”

এতে নুরুন্নীসার চরিত্রে অভিনয় করেছেন সৈয়দা নওশীন ইসলাম দিশা;  মঞ্চ পরিকল্পনায়ও আছেন তিনি।

অন্যান্য কলাকুশলীদের মধ্যে আলোক প্রক্ষেপণে আছেন শামীমুর রহমান, সংগীত পরিচালনায় আবদুল্লাহ আল মামুন, আবহ সংগীতে জারিফ।

‘পাখি’ নাটকটি রচনা করেছেন মনোজ মিত্র। নির্দেশক জানান, মধ্যবিত্ত জীবনের নানা টানাপড়েনের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটকটি।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাইফুল ইসলাম সোহাগ, দিশা, আরাফ, তারিকুল ইসলাম। কলাকুশলী হিসেবে আছেন আসাদ ও সাকিব।