মাহতিম শাকিবের প্রথম

অন্তর্জালে এলো মাহমিত শাকিবের প্রথম মৌলিক গান ‘বুকের বাঁ পাশে’।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 June 2018, 09:48 AM
Updated : 20 June 2018, 09:50 AM

মৌলিক গানের বাইরে অন্যের গান কাভার করেও যে জনপ্রিয়তা অর্জন সম্ভব সে উদাহরণ হরহামেশাই মিলছে। ১৭ বছরের কিশোর মাহতিম শাকিবের কন্ঠে তেমনি কিছু গানে আকুল হয়েছেন দেশের অনেক শ্রোতা। এবার এ শিল্পী এলেন মৌলিক গানে।

মিজানুর রহমান আরিয়ানের ঈদ নাটক ‘বুকের বাঁ পাশে’র শিরোনাম গানের মধ্য দিয়ে মৌলিক গানে অভিষেক ঘটলো মাহতিম শাকিবের। সোমেশ্বর অলির কথায় সাজিদ সরকারের সংগীতায়োজনে গানটি ২০ জুন মুক্তি পেলো সিডি চয়েজের ইউটিউব চ্যানেলে।  এর আগে ১৯ জুন  বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে অপূর্ব-মেহজাবিন অভিনীত নাটকটি প্রচারিত হয়।

গানটি প্রসঙ্গে মাহতিম শাকিব বলেন, “ক্যারিয়ারের শুরুতেই এমন একটা সুযোগ পাবো ভাবিনি। মিজানুর রহমান আরিয়ানের নাটক, সোমেশ্বর অলির কথা ও সাজিদ সরকারের মতো কম্পোজারের হাত ধরে প্রথম গানটি আসবে এটা বেশ ভাগ্যের ব্যাপার। গানটির ডেমো যখন শুনি তখনই খুব পছন্দ হয়েছিলো। রেকর্ডিংয়েও তাই খুব একটা সময় লাগেনি। গতকাল গানটি ইউটিউবে প্রকাশের পর ভিডিওটি দেখেও বেশ আপ্লুত। অপূর্ব-মেহজাবিনের অভিনয়ে গানটির ভিডিও দারুণ হয়েছে।”

তবে, এখনই জনপ্রিয়তার শ্রোতে ভাসতে চান না মাহতিম শাকিব। যেমন ছিলেন তেমনই থাকতে চান। সম্প্রতি এসএসসি উত্তির্ণ এ কিশোর দেশের বাইরে পড়াশোনা করতে চান সংগীত বিষয়েই। সেখান থেকেই নিজের পছন্দের গানগুলো কাভার করবেন তিনি। পড়াশোনা শেষ করে ফিরে এসে তারপর মন দিবেন মৌলিক গানে।

২০১০ সালে এনটিভির মার্কস অল রাউন্ডার প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছিলেন মাহতিম শাকিব। স্কুলে পা ফেলার আগেই কণ্ঠে গান তুলে নিয়েছিলেন তিনি। প্রায় ১১ বছর ধরে শুদ্ধ সংগীতের ওপর প্রশিক্ষণ নিচ্ছেন মাহতিম।