ঈদ বেড়ানো নিয়ে ‘মেন্টাল ফেমিলি’

স্বামীকে নিয়ে ননদ বেড়াতে আসায় ঈদে বাবার বাড়ি যেতে না পেরে বরের সঙ্গে চলছে দ্ব্ন্দ্ব; এমন সময় বাড়ির জামাই বাবুর অভিযোগ, যথাযথ যত্ন-আত্তি হচ্ছে না তার।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 June 2018, 02:29 PM
Updated : 13 June 2018, 02:29 PM

এ রকম হাস্যকর ঘটনা নিয়ে তৈরি হয়েছে ঈদের নাটক ‘মেন্টাল ফেমিলি’।

বৃন্দাবন দাস রচিত নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা। এটি প্রচার হবে গাজী টিভিতে।

জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে ফারহানা মিলি, আ খ ম হাসান, শাহানাজ, খুশী, দিব্য, সৌম্য, মাসুদ রানা, মিঠু, উর্মি আছেন এই নাটকে।

দীপু হাজরা বলেন, “নাটকের গল্পটা দারুণ। আশা করছি, এটি দর্শকদের ভালো লাগবে।”

গল্পে দেখা যাবে, চঞ্চল ও খুশী ভাই বোন। প্রতি বছরের মতো এবারও স্বামী হাসানকে সঙ্গে নিয়ে ভাইয়ের বাড়িতে ঈদের ছুটিতে বেড়াতে আসেন খুশী।

বিষয়টি চঞ্চলের স্ত্রী মিলি কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। কারণ তিনি এই ঈদে যেতে চেয়েছিলেন তার বাবার বাড়ি। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বেধে যায় তুমুল বাক-বিতণ্ডা।

অপরদিকে হাসান এ বাড়ির জামাই হওয়া সত্ত্বেও তার বেশি কেয়ার করা হচ্ছে না, সম্মান করা হচ্ছে না-এ নিয়ে বেধে যায় লঙ্কাকাণ্ড। পাশের বাড়ির লোকজন বলাবলি করতে থাকে, পুরো পরিবারটিই একটি ‘মেন্টাল ফেমিলি’।