সালমান খানকে ‘হত্যার চেষ্টায়’ বিষ্ণোই যুবক

কৃষ্ণসার হরিণ শিকারে দণ্ড পেলেও পরিত্রাণ মিলছে না বলিউড তারকা সালমান খানের, তাকে হত্যার ষড়যন্ত্রও চলছিল বলে জানিয়েছে পুলিশ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 June 2018, 04:14 AM
Updated : 11 June 2018, 04:19 AM

সম্প্রতি হায়দরাবাদে গ্রেপ্তার সম্পত নেহরা নামে এক যুবকের স্বীকারোক্তিতে সালমান খানের হত্যার ছক ফাঁস হয়েছে বলে ভারতের সংবাদ মাধ্যম জানিয়েছে।

২৮ বছর বয়সী সম্পত বিষ্ণোই সম্প্রদায়ের মানুষ, রাজস্থানের এই সম্প্রদায় কৃষ্ণসার হরিণকে পূজা করেন।

২০ বছর আগে কৃষ্ণসার হরিণ শিকারের দায়ে কয়েক মাস আগে সালমানকে পাঁচ বছর কারাদণ্ড দেয় আদালত। যোধপুর কারাগারে দু’রাত কাটানোর পর তিনি জামিনে মুক্তি পান।

তারপর থেকে ক্ষোভে ফুঁসছিল বিষ্ণোই সম্প্রদায়। ‘মাফিয়া ডন’ লরেন্স বিষ্ণোই সালমান খানকে হত্যার হুমকিও দিয়েছিলেন।

লরেন্স বিষ্ণোইয়ের নির্দেশেই সালমানকে হত্যা করতে মুম্বাই গিয়েছিলেন বলে স্বীকারোক্তি দিয়েছেন সম্পত।

তিনি পুলিশকে বলেছেন, মুম্বাইয়ে এই অভিনেতার বাড়ির ছবি তুলে রেখেছিলেন নিজের মোবাইল ফোনে। কোন পথ দিয়ে তিনি যাতায়াত করেন, তার উপরও নজরদারি চালিয়েছিলেন।

সালমানকে হত্যার চেষ্টা সফল হলে বিদেশে পালিয়ে যেতেন বলে পুলিশকে জানিয়েছেন সম্পত।