স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আবদার’

সোহাগ খান এসকে-র রচনা ও পরিচালনায় নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আবদার’।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2018, 11:16 AM
Updated : 27 May 2018, 11:16 AM

এতে অভিনয় করেছেন উঠতি অভিনয়শিল্পী আফনান মিতুল। এতে তার মায়ের চরিত্রে অভিনয় করেছেন অভিনয়শিল্পী রেশমী।

চলচ্চিত্রটির গল্পে দেখা যাবে,  বেশ ভালো ছবি আঁকে মধ্যবিত্ত পরিবারের ছেলে মিতুল। সম্প্রতি সে উপলব্ধি করেছে ছবি আঁকার কাজটি হাতে না করে ল্যাপটপে সহজে করা যায়। তার বেশিরভাগ বন্ধুরই ল্যাপটপ আছে কিন্তু তার নেই।

মিতুল মায়ের কাছে আবদার করে একটি ল্যাপটপ কিনে দেওয়ার। এদিকে মায়ের শরীরে বাসা বেঁধেছে ভয়াবহ রোগ। মা নিজের চিকিৎসা করাবেন না একমাত্র ছেলের আবদার রক্ষা করবেন। এমনই গল্পেই নির্মিত হয়েছে চলচ্চিত্রটি।

মিতুল গ্লিটজকে বলেন, “চলচ্চিত্রের গল্পটি দারুণ। শনিবারে শ্যুটিং হয়েছে। খুব শিগগির মুক্তি পাবে এটি। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।”

বর্তমানে এটির পোস্ট প্রোডাকশন চলছে।