চলে গেলেন অভিনেতা মহসীন মুনীর

গত শতকের আশির দশকের ছোটপর্দার অভিনেতা সৈয়দ মহসীন মুনীর মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2018, 04:01 PM
Updated : 26 May 2018, 04:06 PM

শনিবার বিকাল ৪টায় ঢাকার অ্যাপোলো হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পেশায় ব্যবসায়ী মুনীর কয়েক বছর ধরে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছিলেন। গত ২০ মে মস্তিষ্কে রক্তক্ষরণ হলে তাকে অ্যাপোলো হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছিল।

দেশের প্রথম ধারাবাহিক নাটক ‘সকাল-সন্ধ্যা’য় ‘খোকা ভাই’ চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে ছোটপর্দায় আবির্ভূত হন মহসীন মুনীর।

আশির দশকে টেলিভিশন নাটকের নিয়মিত মুখ ছিলেন তিনি। তিনি সহঅভিনেত্রী হিসেবে পেয়েছেন সুবর্ণা মুস্তফা, ক্যামেলিয়া মুস্তফা ও চিত্রনায়িকা দিতিকে।

অভিনয়ের পাশাপাশি গানও গাইতেন মহসীন মুনীর। বাংলাদেশ টেলিভিশনে ‘এই রাতের শিশির ভেজা ফুল’, ‘প্রথম ফাগুনে তুমি এলে জীবনে’ জনপ্রিয় দুটিসহ অনেক গান গেয়েছেন তিনি।

ব্যবসায় ব্যস্ত হয়ে পড়ায় ধীরে ধীরে গান ও নাটকের জগৎ থেকে দূরে সরে যান মুনীর।