নজরুল জয়ন্তীতে ‘আমারে দেব না ভুলিতে’

২৫ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৯ তম জন্ম জয়ন্তী উপলক্ষে নির্মাণ করা হয়েছে ডকুড্রামা ‘আমারে দেব না ভুলিতে’।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2018, 03:52 PM
Updated : 24 May 2018, 03:52 PM

গোলাম রাব্বানীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন জয়ন্ত রোজারিও। শুক্রবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এটি প্রচার হবে এনটিভিতে।

নাট্যকার গোলাম রাব্বানী জানান, জীবন যখন চরম হতাশার মধ্যে দিয়ে যাচ্ছিল তখন হঠাৎ কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতাটি অনুপ্রেরণা হিসেবে হাজির হয় রুবাইয়ের জীবনে। সে বেঁচে থাকার আর লড়াই করার সাহস পায় নজরুলের লেখা থেকে। বুঁদ হয়ে যায় নজরুল নিয়ে। নজরুলের গান, কবিতা, প্রবন্ধ, গল্প আর উপন্যাসে মজে থাকে রুবাই।

নজরুলের জীবনের নতুন নতুন দিক উন্মোচিত হয় তার সামনে। রুবাই সিদ্ধান্ত নেয় নজরুলকে নিয়ে এমফিল করবে। নেমে পড়ে নজরুল গবেষণায়। রুবাইয়ের জীবনে নজরুলকে নতুন করে আবিষ্কার। নজরুল গবেষণা নিয়েই এগিয়েছে ডকুড্রামার গল্প।

এতে অভিনয় করেছেন, হাসনাত রিপন,  জয় কস্তা ও নুসরাত জাহান খান নীপা। এর চিত্রগ্রহণে ছিলেন মিঠু মনির, সম্পাদনায় অনল রোর্ডিক।

নজরুল ইনস্টিটিউটসহ ঢাকার বিভিন্ন জায়গায় ডকুড্রামাটির শুটিং হয়েছে।