‘হেরা ফেরি-৩’ মুক্তি পাবে আগামী বছরের মাঝামাঝি

বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র ‘হেরা ফেরি’র তৃতীয় পর্ব মুক্তি পাবে আগামী বছরের মাঝামাঝি, জানিয়েছেন পরিচালক ইন্দ্র কুমার।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2018, 02:47 PM
Updated : 24 May 2018, 02:47 PM

রাজু চরিত্রে অক্ষয় কুমার, শ্যামের ভূমিকায় সুনীল শেঠী এবং বাবুভাই পরেশ রাওয়াল ২০০০ সাল থেকেই ‘হেরা ফেরি’তে তাদের কৌতুক অভিনয়ের জন্য এখনও সমান জনপ্রিয়।

১৯৮৯সালের মালয়ালাম চলচ্চিত্র ‘রামোজী রাও স্পিকিং’ অবলম্বনে হিন্দিতে ‘হেরা ফেরি’, ছবিটি নির্মাণ  করেছিলেন পরিচালক প্রিয়দর্শন। ছবিটি মুক্তি পেয়েছিল ২০০০ সালে।

অসম্ভব জনপ্রিয়তা পায় এই কমেডি ছবিটি। একই অভিনেতাদের নিয়ে দ্বিতীয় পর্ব ‘ফির হেরা ফেরি’ মুক্তি পায় ২০০৬-এ। পরিচালনা করেছিলেন নীরজ ভোরা।

দ্বিতীয় পর্বের এই ছবিটিও বলিউড বক্স অফিসে সাফল্য পাবার পর প্রযোজক ঠিক করেছেন ছবিটির তৃতীয় পর্ব নির্মাণ করবেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে খবর, নীরজ ভোরার আকস্মিক মৃত্যুর পর ‘হেরা ফেরি-৩’এর পরিচালনা করছেন ইন্দ্র কুমার। এই পরিচালকের দুটি কমেডি সিনেমা ‘মস্তি’ এবং ‘ধামাল’ ভীষণ জনপ্রিয়তা অর্জন করেছিল।

পরিচালক নিজেই সামাজিক মাধ্যমে এ সংবাদ জানিয়েছেন। আগের দুই পর্বের মূল চরিত্ররাই এ পর্বেও থাকবেন।

 

এবছর ডিসেম্বর থেকে ছবিটির শুটিং শুরু হয়ে ২০১৯ এর ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। আগামী বছরের মাঝামাঝি মুক্তি পাবে ‘হেরা ফেরি-৩’।