বুসানে মুক্তিযুদ্ধ ভিত্তিক বাংলাদেশি চলচ্চিত্র

দক্ষিণ কোরিয়ার ‘বুসান ইন্টারন্যাশনাল কিডস অ্যান্ড ইয়্যুথ ফিল্ম ফেস্টিভাল’-এ বাংলাদেশ থেকে মনোনীত হয়েছে তরুণ নির্মাতা সাব্বির আহমেদের সোহাগের স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ‘একাত্তরের দিন (ডে অব সেভেন্টি ওয়ান)’।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 May 2018, 03:08 PM
Updated : 21 May 2018, 03:08 PM

জুলাইয়ের প্রথম সপ্তাহে আয়োজন করা হয়েছে এশিয়ার অন্যতম চলচ্চিত্র উৎসবটি

সাব্বির আহমেদ সোহাগ বলেন, “স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ আমার স্বপ্নকে আরও ধারালো করে। চলচ্চিত্রের মাধ্যমে নিজের মনের কথাগুলো বলা যায়। আর আন্তর্জাতিক কোনো অর্জন এই স্বপ্নকে আরো বেগবান করে। এতো বড় উৎসবে আমার সিনেমার জন্য আমন্ত্রণ পেয়েছি এজন্য আমি আনন্দিত।”

তিনি জানান, আলো ও শফিক নামের দুই ভাই আর বোনের যুদ্ধকালীন সময়ের নানা চিত্র উঠে এসেছে এই চলচ্চিত্রে।

চলচ্চিত্রটি দেশের ‘চিলড্রেন ফিল্ম ফেস্টিভাল’সহ নানা একাধিক উৎসবে পুরস্কৃত হয়েছে। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছে আহমেদ সোহানা ও ইয়াসির সোহাগ, চিত্রধারণ করেছেন নাজিরী সাগর।