বুলবুলের হৃদযন্ত্রে অস্ত্রোপচার এক সপ্তাহেই

আগামী এক সপ্তাহের মধ্যে সংগীত পরিচালক, মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুলের হার্টে বাইপাস সার্জারি করা হবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 May 2018, 01:44 PM
Updated : 17 May 2018, 03:20 PM

বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

পলক বলেন, “ডাক্তারদের পরামর্শে ও বুলবুল সাহেবের ইচ্ছায় দেশেই তার বাইপাস সার্জারির ব্যবস্থা করা হবে।”

বর্তমানে এ সুরকার ডা. লিয়াকতের তত্ত্বাবধানে আছেন বলেও জানান তিনি।

এর আগে গত মঙ্গলবার ফেইসবুকে এক পোস্টে নিজের অসুস্থতার খবরটি জানান বুলবুল। তিনি লিখেন, “একটি ঘরে ৬ বছর গৃহবন্দি থাকতে থাকতে আমি আজ উল্লেখযোগ্যভাবে অসুস্থ।  আমার হার্টে ৮টা ব্লক ধরা পড়েছে এবং বাইপাস সার্জারি ছাড়া চিকিৎসা সম্ভব না।”

পোস্টটি দেখে বিষয়টি বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনেন বলে জানান পলক। তাৎক্ষণিক প্রধানমন্ত্রী তার ব্যাপারে খোঁজখবর নিতে বলেন।

“আমি খোঁজ নিয়ে জানালে বুলবুল ভাইয়ের চিকিসার সব দায়-দায়িত্ব তার বলে তিনি (প্রধানমন্ত্রী) জানান।”

বৃহস্পতিবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রধানমন্ত্রীর দপ্তর থেকে একজনের বাসায় আসার কথা। উনি আমার রিপোর্টগুলো দেখবেন। দেখার পরে সিদ্ধান্ত নেবেন, কোন জায়গায় আমার চিকিৎসা হবে।”

মুক্তিযোদ্ধা বুলবুল যুদ্ধাপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্যও দিয়েছেন।