ঈদে ভক্তদের জন্য উপহার নিয়ে আসছেন সালমান খান

ঈদুল ফিতরকে সামনে রেখেই আগামী ১৫ জুন মুক্তি পাওয়ার কথা সালমানের ‘রেইস-থ্রি’। ট্রেইলারেই নজর কাড়লেন তিনি।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 May 2018, 02:10 PM
Updated : 16 May 2018, 02:24 PM

ঈদ উপলক্ষে সালমানের সিনেমা মুক্তি যেন ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে। এবারও ভক্তদের নিরাশ করেননি। আসন্ন  ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে সালমান খান, অনিল কাপুর, জ্যাকলিন ফার্নান্ডেজ অভিনীত ‘রেইস-থ্রি”

বলিউডের কোরিওগ্রাফার, পরিচালক রেমো ডি’সুজার হাত ধরে এই সিনেমার মাধ্যমেই ফের বলিউডে কামব্যাক করছেন ববি দেওল।

মঙ্গলবার সামাজিক মাধ্যমে ছবির ট্রেইলার প্রকাশ্যে আনেন সলমন খান। টুইট করে প্রথমে তিনি লেখেন, “দেখে নিন ‘রেইস’ ছবির ট্রেইলার”। ক্লিক করতেই দেখা যায়, ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম ‘রেইস’ ছবির ট্রেইলার।

আরো কিছুক্ষণ পর আরেকটি ট্রেইলার পোস্ট করেন তিনি। আসলে সেটি ‘রেইস টু’ ছবির ট্রেইলার। যেখানে সইফ আলি খানই ছিলেন মূল চরিত্রে।

ভক্তদের কৌতূহল যখন তুঙ্গে, তখন অবশেষে সালমান প্রকাশ করেন ‘রেইস-থ্রি’ ছবির ট্রেইলার।

মুক্তির একদিনের মধ্যেই কোটির কাছাকাছি দর্শকের দেখা হয়ে গেছে ট্রেইলারটি।

‘টাইগার জিন্দা হ্যায়’-এর পর ফের অ্যাংরি রূপে এ ছবিতে ধরা দিয়েছেন সালমান। অ্যাকশন দৃশ্যে ভরপুরেএই ছবিতে সিকান্দারের ভূমিকায় অভিনয় করছেন বলিউড সুপারস্টার। যিনি নিজের পরিবারকে রক্ষা করতে সবকিছু করতে প্রস্তুত।

সালমানের ছবিতে যে ধরণের বলিউডি অ্যাকশান দেখতে দর্শক পছন্দ করেন এই ছবিতে পুরো মাত্রায় তা রয়েছে। এবারের পর্বে সাইফ আলি খান না থাকলেও আছেন আগের  দুটি রেইস-এর অভিনেতা অনিল কাপুর। সাকিব সালিমের বাবার ভূমিকায় দেখা যাবে তাকে।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানাচ্ছে, ২০০৮ সালে আব্বাস-মুস্তানদের পরিচালনায় ‘রেইস’-এর যাত্রা শুরু। ২০১৩তে সিক্যুয়াল টু মুক্তি পায়। দুটি ছবিতেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন সাইফ আলি খান।

তৃতীয় পর্বে  বেশকিছু্রই পরিবর্তন করে মুক্তি দেওয়া হচ্ছে ১২০কোটি রুপি বাজেটের ছবিটি।