প্রীতমের সুরে ‘দেবী’তে গাইলেন মমতাজ

প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘দেবী’। চলচ্চিত্রটির গানে কণ্ঠ দিলেন ফোকসম্রাজ্ঞীখ্যাত শিল্পী মমতাজ।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 May 2018, 02:14 PM
Updated : 13 May 2018, 02:14 PM

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান প্রযোজিত প্রথম চলচ্চিত্র ‘দেবী’,এটি নির্মাণ করেছেন অনম বিশ্বাস। তিনি জানান, সম্প্রতি এ ছবির ‘দোয়েল পাখি কন্যারে’ শিরোনামের একটি গানে প্লেব্যাক করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ। রাকিব হাসান রাহুলের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রীতম হাসান।

এর মধ্য দিয়ে ‘লোকাল বাস’ গানের বিপুল জনপ্রিয়তার পর আবারো একসঙ্গে গানে জুটি বাঁধলেন মমতাজ-প্রীতম।

এ প্রসঙ্গে প্রযোজক জয়া আহসান বলেন, “ছবিতে গল্পের প্রয়োজনে একটি দৃশ্যে আমার এবং পরিচালক অনম বিশ্বাসের মনে হয়েছে মমতাজ আপার গান থাকলে দৃশ্যটি সোনায় সোহাগা হয়। সে ভাবনা থেকেই গানটি ধারণ করা হয়। খুব দরদ দিয়ে গানটি গেয়েছেন মমতাজ আপা। আমার মনে হয় আমরা যেমন আপ্লুত হয়েছি, দর্শক-শ্রোতাও গানটি তেমনভাবেই অনুভব করবেন। ”

২০১৫-১৬ সালের সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র দেবী’র নির্মাণকাজ সমাপ্তির পথে-এমনটাই জানিয়েছেন এর নির্মাতা অনম বিশ্বাস। তিনি বলেন, ‘দেবী’ মুক্তি পাচ্ছে খুব শিগগিরই। প্রাথমিকভাবে চলচ্চিত্রের গানগুলো ধারাবাহিকভাবে প্রকাশিত হবে।”

জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, অনিমেষ আইচ, ইরেশ যাকের, শবনম ফারিয়াসহ আরও অনেকে।