আইয়ুব বাচ্চুর উপস্থাপনায় ‘লাভেলো আর জেনারেশন’

‘লাভেলো আর জেনারেশন’ শিরোনামে একটি সংগীত অনুষ্ঠান উপস্থাপনা করছেন সংগীত তারকা আইয়ুব বাচ্চু।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 May 2018, 03:37 PM
Updated : 4 May 2018, 03:37 PM

অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহ আমীর খসরু।

তিনি জানান, মেধাবী তরুণ ব্যান্ড মিউজিশিয়ানদের তুলে ধরার লক্ষ্যে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে শুরু হয়েছে অনুষ্ঠানটি।

আইয়ুব বাচ্চুর উপস্থাপনায় এ অনুষ্ঠানটি প্রচার হচ্ছে প্রতি শুক্রবার রাত ১০টায়।

প্রতি পর্বেই তার মুখোমুখি হচ্ছে দেশের বিভিন্ন প্রতিষ্ঠিত ব্যান্ড। এবারের পর্বে তার মুখোমুখি হয়েছে ‘অ্যাড্রয়েট’।

‘লাভেলো আর জেনারেশন’ অনুষ্ঠানে অংশ নিচ্ছে ২৬টি ব্যান্ড।

পরাহো, স্পন্দন, অবলিক, এলএসডি, রঙ, কনক্লুশন, স্কিলড, কৃষ্ণপক্ষ, স্যালভেশন, রকঅ্যাফোবিক, অযান্ত্রিক, নামহীনসহ আরও কিছু নতুন ব্যান্ড নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি।