সংগীতশিল্পী মান্না দে-র জন্মশতবর্ষ নিয়ে বিতর্ক

কিংবদন্তি সঙ্গীতশিল্পী মান্না দে’র জন্মশতবার্ষিকী নিয়ে দ্বিধাবিভক্ত শিল্পীর পরিবার ও তার ভক্ত সমাজ।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 May 2018, 03:30 PM
Updated : 1 May 2018, 03:30 PM

২০১৯-র পয়লা মে বিশিষ্ট সঙ্গীত শিল্পী মান্না দে’র জন্মশতবর্ষ ধরে নিয়ে বছরভর পালন করতে কলকাতায় নানান অনুষ্ঠানের আয়োজন করেছে মান্না দে সংগীত একাডেমি।

টাইমস অব ইন্ডিয়া জানায়, শিল্পীর পরিবারের অবেদনের ভিত্তিতে এই অনুষ্ঠানের উপর সাময়িক স্থগিতাদেশ দিয়েছে বেঙ্গালোরের নগর দায়রা আদালত।

মান্না দে-র পরিবারের পক্ষ থেকে জানিয়েছে, আগামী বছর, ২০১৯-এ তারা শুরু করবেন শিল্পীর জন্মশতবর্ষ পালন।

শিল্পীর কন্যা সুস্মিতা দেব এবং তার স্বামী জ্ঞানরঞ্জন দেব দাবি করেছেন, এই সংগীতশিল্পীর জন্মসালকে বিকৃত করার চেষ্টা করা হচ্ছে।

প্রমাণ হিসেবে তারা জানাচ্ছেন, মান্না দে-র পাসপোর্টে উল্লেখ রয়েছে তার জন্ম ১৯২০-র ১ মে কলকাতায়। এছাড়াও ২০০৮-এ শিল্পী নিজে যে ব্যাংক অ্যাকাউন্ট খুলেছিলেন, সেখানে তিনি নিজেই জন্মসাল ১৯২০ লিখেছিলেন।

অন্যদিকে মান্না দে সঙ্গীত একাডেমির সভাপতি গৌতম রায় দাবি করছেন, মান্না দে’কে নিয়ে একটি বই লিখেছিলেন তিনি।

বইটিতে শিল্পীর ভাগ্যচক্র দিতে গিয়ে তার নজরে আসে বৃহস্পতিবার জন্মগ্রহণ করেছিলেন মান্না দে। কিন্তু ১৯২০-র ১ মে বৃহস্পতিবার ছিল না। সেটা ছিল ১৯১৯-এর ১মে।

তখন বিষয়টি শিল্পীকে তিনি জানালে, মান্না দের অনুমতিতেই বইটিতে শিল্পীর জন্মসাল ১৯১৯-র ১ মে লিখেছিলেন গৌতম রায়।