অপর্ণা-শ্যামলের নাটক ‘রুপুর পাসপোর্ট’

রুপু নামের একটি মেয়ের পাসপোর্ট হারিয়ে যাওয়ার গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘রুপুর পাসপোর্ট’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2018, 12:17 PM
Updated : 25 April 2018, 12:17 PM

আরটিভিতে নাটকটি প্রচার হবে বৃহস্পতিবার রাত ৮টায়।

নাটকটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ ও শ্যামল মাওলা।

নাটকের গল্পে দেখা যাবে, ভদ্র ও লাজুক গোছের ছেলে তপু। থাকেন প্রিয় বন্ধু হাসানের সাথে। একদিন রাস্তায় বের হতেই ফুটপাতে একটি মেয়ের পাসপোর্ট খুঁজে পায় তপু। গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে নতুন বাসায় চুপচাপ বসে থাকে রুপু।

বিষয়টা নিয়ে দুই বন্ধুর ভেতর হাসি ঠাট্টা চলতেই আচমকা বিপরীত ব্যালকনিতে পাসপোর্টের মালিককে আবিস্কার করে তপু। শুরু হয় লুকিয়ে লুকিয়ে রুপুকে দেখা। তবে পাসপোর্ট দিতে যাবে কে? লাজুক তপু দ্বিধা করতেই পাসপোর্ট নিয়ে রুপুদের বাসায় উপস্থিত হয় হাসান। পাসপোর্ট ফেরত দিতে গিয়ে পরিচয়ের পর রুপুর নাম্বার নিয়ে আসে হাসান।

তপু খুব খুশি হয়। শুরু হয় যোগাযোগ। হাসানের নাম করে রুপুর মোবাইলে এসএমএস বিনিময় করতে থাকে তপু। কিছুদিনের মধ্যেই তাদের মাঝে কথা শুরু হয়। সারা রাত জেগে রুপুর সাথে কথা বলে তপু। আর ব্যালকনিতে দেখা করার সময় শুধু হাসান উপস্থিত থাকে। তপু দূর থেকে রুপুকে দেখতে থাকে। তবে, হাসানের ব্যবহারে খুব খুশি হয় রুপুর মা।

নাটকটি নিয়ে শ্যামল মওলা বলেন, “দারুণ গল্পে নির্মিত হয়েছে নাটকটি। আশা করছি দর্শকদের ভালো লাগবে।”

দয়াল সাহা’র রচনায় এটি পরিচালনা করেছেন সজীব মাহমুদ।