পর্যটনে অবকাঠামো উন্নয়নে জোর এফবিসিসিআইর

দেশিদের ধরে রেখে বিদেশি পর্যটক আরও বাড়াতে দেশের পর্যটন কেন্দ্রগুলোর যোগাযোগ ব্যবস্থা এবং অবকাঠামো আরও উন্নত করার সুপারিশ করেছে এফবিবিসিসিআই।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 April 2018, 02:45 PM
Updated : 22 April 2018, 03:06 PM

রোববার এফবিসিসিআইয়ের সিভিল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সভায় পর্যটক আকর্ষণে প্রচারণায় নানা পরামর্শও আসে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মতিঝিলের ফেডারেশন ভবনে এই সভায় এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, “আমাদের ইতিবাচক বিষয়গুলোর ব্র্যান্ডিংয়ের মাধ্যমে পর্যটক আকর্ষণ করতে হবে। তৈরি পোশাক খাতসহ যেসব ক্ষেত্রে বাংলাদেশ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে এবং আমাদের সম্ভাবনাময় বিষয়গুলো যথাযথ পরিকল্পনার মাধ্যমে বিশ্ববাসীর সামনে তুলে ধরা প্রয়োজন।”

স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান রাফিউজ্জামানের সভাপতিত্বে এই সভায় উপস্থিত ছিলেন স্ট্যান্ডিং কমিটির ভারপ্রাপ্ত পরিচালক প্রবীর কুমার সাহা, বাংলাদেশ পর্যটন করপোরেশনের আখতারুজ জামান খান কবিরসহ সংগঠনের বেশ কজন পরিচালক।

বক্তারা পর্যটন নীতিমালা আরও যুগোপযোগী করার দাবি জানিয়ে বলেন, পর্যটন শিল্পের উন্নয়নে দেশে ই-ভিসা প্রচলন প্রয়োজন।  

পর্যটন খাতের বিকাশে দেশের বিস্তীর্ণ হাওর অঞ্চলে হাওর ট্যুরিজম এবং রিভার ট্যুরিজম ব্যবস্থা গড়ে তুলতে আসে নানা পরামর্শ।

এফবিসিআই নেতারা জানান, পর্যটন খাতের উন্নয়নের বিভিন্ন সুপারিশ নিয়ে আসন্ন বাজেটের আগে তারা অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসবেন।