মাত্র ২৮বছর বয়সেই চলে গেলেন আভিচি

টিম বারলিং, আভিচি নামে পরিচিত, সুইডেনের সংগীতশিল্পী ২০এপ্রিল, মাত্র ২৮বছর বয়সে মারা গেছেন।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2018, 08:56 AM
Updated : 21 April 2018, 08:56 AM

স্টকহোমে জন্ম নেওয়া এই ডিজে অল্প বয়সেই বিশ্বজুড়েই খ্যাতি অর্জন করেন তার সংগীতপ্রতিভার গুণে।

ভ্যারাইটি জানায় শুক্রবার দুপুরে ওমানে তিনি মারা গেছেন । তার এক প্রতিনিধি গণমাধ্যমকে এই সংবাদ জানিয়ে বলেন, “দুঃখের সঙ্গে জানাচ্ছি, টিম বারলিং, আভিচি নামেই যিনি বেশি পরিচিত, তিনি আর আমাদের মধ্যে নেই। এই মৃত্যুতে তার পরিবার ভীষণ বিপর্যস্ত। সকলের কাছে অনুরোধ করি, এই কঠিন সময়ে তার পরিবারের প্রতি সমবেদনা জানাবেন।”

 

এবছরের বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডসে ‘টপ ড্যান্স/ইলেকট্রনিক’ বিভাগে মনোনীত হয়েছেন আভিচি। কিন্তু দুঃখজনক ঘটনা হল মনোনয়ন পাওয়ার ঠিক একদিন পরই তিনি পৃথিবী থেকে বিদায় নিলেন।

এই স্বল্পসময়ে তিনি অসংখ্য পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। ‘আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড’, ‘এমটিভি ইউরোপ মিউজিক অ্যাওয়ার্ডস’, ‘টিন চয়েস অ্যাওয়ার্ডস’, ‘ইন্টারন্যাশনাল ড্যান্স মিউজিক অ্যাওয়ার্ডস’ ও ‘বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডস’ তার মধ্যে উল্লেখযোগ্য।

২০১২ ও ২০১৩ সালে গ্র্যামি অ্যাওয়ার্ডসের জন্য মনোনীত হয়েছিলেন তিনি।

তার এই অকস্মিক মৃত্যুতে সংগীত জগতে শোকের ছায়া নেমে এসেছে।