এটিএন বাংলায় ‘কুইন অব সাউথ এশিয়া’

‘ওলিলা গ্লাস ওয়্যার কুইন অব সাউথ এশিয়া’র কান্ট্রি ফাইনাল শুক্রবার রাত ৮টায় প্রচার হবে এটিএন বাংলায়।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2018, 01:34 PM
Updated : 20 April 2018, 01:34 PM

এটিএন বাংলা, এটিএন ইভেন্টস ও ফ্যাব কমিউনিকেশনস-এর যৌথ আয়োজনে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলংকা এবং নেপালের প্রতিযোগীদের অংশগ্রহণে হচ্ছে এই সুন্দরী প্রতিযোগিতা।

নিজ নিজ দেশে অডিশন, প্রাথমিক বাছাই এবং গ্রুমিং শেষে কান্ট্রি ফাইনালের জন্য সেরা প্রতিযোগী বাছাই করা হয়।

আয়োজক সূত্রে জানা গেছে, এই পর্বে দেশের ৮ জন প্রতিযোগী নির্বাচিত হবেন, যারা গ্র্যান্ড ফিনালেতে বাংলাদেশের পক্ষে অংশগ্রহণ করবেন।

এই গ্র্যান্ড ফিনালেতে বাংলাদেশ ছাড়া আরও চারটি দেশের কান্ট্রি ফাইনালিস্টরা অংশগ্রহণ করবেন।

এর আগে ১৮ ও ১৯ জানুয়ারি বিএফডিসির ৮ নম্বর ফ্লোরে অনুষ্ঠিত হয় ‘কুইন অব সাউথ এশিয়া’র অডিশন রাউন্ড।

নাম নিবন্ধন করা কয়েক হাজার প্রতিযোগীদের মধ্যে থেকে অডিশনের মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জন প্রতিযোগীকে বাছাই করা হয়।

অডিশন কার্যক্রম উদ্বোধন করেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান মাহফুজুর রহমান।

নাচ, অভিনয়, ক্যাটওয়াক বিভাগে বিভিন্নভাবে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে ৩০০ জন প্রতিযোগীর মধ্যে থেকে ৩০ জনকে পরবর্তী ধাপের জন্য বাছাই করা হয়।

বাছাইকৃত প্রতিযোগীদের মধ্যে থেকে বিচারকদের রায়ে নির্বাচিত হন ১৭ জন প্রতিযোগী।

বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন অভিনেত্রী তানিয়া আহমেদ, চিত্রনায়ক ফেরদৌস, বিউটিশিয়ান ফারনাজ আলম এবং সাবেক মিস আয়ারল্যান্ড প্রিয়তি।

এই ১৬ জন প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠিত হয় গ্রুমিং সেশন। গ্রুমিং পরিচালনা করেন ‘কুইন অব সাউথ এশিয়া’ তানিয়া আহমেদ, ফেরদৌস, ফারনাজ আলম এবং সানজিদা আরেফিন হক লুনা।