পান্থ কানাইয়ের ‘ড্রামবাজ’

‘ড্রামবাজ’ নামে একটি মিউজিক স্কুল খুলেছেন সংগীতশিল্পী পান্থ কানাই।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2018, 11:54 AM
Updated : 18 April 2018, 11:54 AM

তিনি জানান, মিরপুর-১১ এলাকায় অবস্থিত এ স্কুলে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। ড্রামকে প্রাধান্য দিয়ে খোলা এ স্কুলে শুধু ড্রামসই নয় শেখানো হবে গান ও গিটার। তিনি নিজেই ক্লাস নেবেন।

‘নৌকা জমিন নাটাই’ খ্যাত এ শিল্পী বলেন, “মিউজিককে ছড়িয়ে দেয়ার তাগিদ অনুভব করতাম বেশ আগে থেকেই। এ কারণে নিজে গেয়েছি, ড্রাম বাজিয়েছি।

কিন্তু আমার কাছে মনে হয় নিজের ভেতরের সংগীত দিয়ে আরেকজনকে সংক্রমিত করা গেলে সেটা রাষ্ট্রেরও কাজে লাগবে। সংগীত মানুষকে হিংসা ভোলায়, মানুষের সাথে মানুষের ব্যবধান কমায়।”

আগ্রহীদের ভর্তির ন্যূনতম যোগ্যতা সম্পর্কে তিনি বলেন, “ভেতরে সংগীত ধারণ করতে হবে। সংগীত ভালোবেসে এলে আমি আমার সবটুকু দিয়ে তাকে শেখাব।”

আপাতত মিরপুর দিয়ে আরম্ভ হলেও পর্যায়ক্রমে নিকেতন, উত্তরাসহ ঢাকা শহরের বেশ কিছু জায়গায় এই স্কুল চালানোর ইচ্ছের কথা জানান নগর বাউল, সোলসসহ দেশের খ্যাতনামা ব্যান্ডে বাজানো এই ড্রামার।

ভর্তি হতে ইচ্ছুকদের https://www.facebook.com/drumbuzz/ এই পেইজের মাধ্যমে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।