নাটকে সিনেমা হলের সমসাময়িক বাস্তবতা

সেতু আরিফের কাহিনি-চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত হলো নাটক ‘প্রেমের গল্পে পিছুটান থাকতে নেই’।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2018, 03:49 PM
Updated : 17 April 2018, 03:49 PM

চাঁদপুরের কোহিনূর সিনেমা হলের ম্যানেজার এফ এস নাঈম। অন্যদিকে চাচার ঘরে আশ্রিতা তরুণী প্রসূন আজাদ। তাদের দু’জনের পারস্পরিক যোগাযোগ, প্রেম, টান এবং টানাপোড়নের গল্পে নির্মিত হলো নাটক ‘প্রেমের গল্পে পিছুটান থাকতে নেই’।

আসছে ঈদ উপলক্ষে নির্মিত হয়েছে নাটকটি। চাঁদপুর শহর কেন্দ্রিক পুরান বাজার এলাকা, কোহিনূর সিনেমা হল, মেঘনা নদীর মোহনায় টানা তিনদিন চিত্রায়িত হয়েছে নাটকটি।

নির্মাতা সেতু আরিফ গ্লিটজকে বললেন, “দেশের সিনেমা হলগুলোর একসময় ভরা যৌবন ছিলো। এখন নানা সংকটে দর্শক খরায় হলগুলো উঠে যেতে বসেছে। এমনই এক সময়ে সিনেমা হলের এক যুবক ম্যানেজারের সিনেমা হলের প্রতি প্রেম ও ব্যক্তিজীবনের প্রেমের সংকট মিলেমিশে একাকার হয়েছে নাটকটিতে।”

নাটকটিতে এফ এস নাইম ও প্রসূন আজাদ ছাড়াও অভিনয় করেছেন শহিদুল আলম সাচ্চু, নিকুল মণ্ডল, আহমেদ অপু প্রমুখ।