বিদেশ যাবার অনুমতি পেলেন সালমান খান

যোধপুর জেলা দায়রা আদালত জানিয়ে দিল কাজের প্রয়োজনে বিদেশ যেতে পারবেন সালমান খান।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2018, 02:13 PM
Updated : 17 April 2018, 02:13 PM

কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় গত ৭ এপ্রিল যোধপুর সেশন কোর্ট থেকে ব্যক্তিগত ৫০হাজার টাকার বন্ডে সালমান জামিন পেলেও বিদেশ যাওয়ার ক্ষেত্রে আগে থেকে আদালতের অনুমতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে জানা গেছে, মঙ্গলবার যোধপুর সেশন কোর্টের বিচারিক চন্দ্রকুমার সঙ্গারা সালমানকে আমেরিকা, কানাডা, নেপাল যাবার অনুমতি দিয়েছেন।

জেলা সেশন কোর্টের বিচারক রবীন্দ্র কুমার যোশী ৫০,০০০ টাকার ব্যক্তিগত বন্ডে ভারতের বাইরে না যাওয়ার শর্তেই জামিন দিয়েছিলেন এই অভিনেতাকে। ফলে একাধিক সিনেমার শুটিংয়ের কাজ আটকে গিয়েছিল।

কাজের প্রয়োজনে যাতে এই অভিনেতা দেশের বাইরে যেতে পারেন, সেই অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন সালমানের আইনজীবী মহেশ ভোরা।

মঙ্গলবার অভিনেতার সেই আবেদন মঞ্জুর করেছেন বিচারক।

১৯৯৮ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিংয়ে যোধপুরে গিয়ে অবৈধ অস্ত্র ব্যবহার করে সংরক্ষিত বনে বিরল প্রজাতির দুটি হরিণ শিকার করেছিলেন সালমান।

ওই সফরে তার সঙ্গী অভিনেতা সাইফ আলী খান এবং অভিনেত্রী টাবু, সোনালি বেন্দ্রে ও নীলম কোঠারিকেও এ মামলার আসামি করা হয়েছিল। তবে ‘পর্যাপ্ত প্রমাণের অভাবে’ রায়ে বিচারক তাদের আগেই খালাস দিয়েছেন।