ধর্মেন্দ্রকে দেওয়া হচ্ছে ‘রাজ কাপুর লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’

বলিউড চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রকে ভারতের মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য এই সম্মান দেওয়া হচ্ছে ।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2018, 06:03 AM
Updated : 17 April 2018, 06:03 AM

ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রের খবর, মহারাস্ট্র সরকারের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বিনোদ তৌরে টুইটারে ধর্মেন্দ্রকে অভিনন্দন জানিয়ে এই সংবাদ প্রকাশ করেন ।

ধর্মেন্দ্র ছাড়াও ‘রাজকাপুর স্পেশাল কন্ট্রিবিউশন অ্যাওয়ার্ড’ প্রদান করা হবে বলিউডের চলচ্চিত্র নির্মাতা রাজকুমার হিরানিকে ।

মারাঠি অভিনেতা বিজয় চৌহানকে ‘চিত্রপতি ভি শান্তারাম জীবন গৌরব পুরস্কার’ এবং অভিনেত্রী মৃণাল কুলকার্নীকে ‘চিত্রপতি ভি শান্তারাম বিশেষ যোগদান পুরস্কার’ দেওয়া হবে।
 

বলিউডের ‘অ্যাকশন কিং’ এবং ‘হি-ম্যান’ হিসেবে পরিচিত ধর্মেন্দ্র সিং দেওল বলিউড বক্স অফিসে ১০৭টি হিট সিনেমা উপহার দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন । তার আগে জিতেন্দ্র রয়েছেন ১১৩ টি বক্স অফিস হিট দিয়ে ।

রাজেশ খান্না, অমিতাভ বচ্চনের পরেই বলিউড চলচ্চিত্রের তৃতীয় বিখ্যাত নাম ধর্মেন্দ্র ।

লাইফটাইম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, ভারতীয় চলচ্চিত্রের জাতীয় পুরস্কার ছাড়াও ভারত সরকারের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘পদ্মভূষণ’ সম্মানে সম্মানিত হয়েছেন তিনি ।

দীর্ঘদিন পর 'ইয়ামলা পাগলা দিওয়ানা-২' ছবির মাধ্যমে ফের বড় পর্দায় আসতে চলেছেন ৮২ বছর বয়স্ক এই কিংবদন্তি অভিনেতা ।