শিল্পী খালিদ হোসেন আইসিইউ থেকে কেবিনে

অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন নজরুল সঙ্গীতশিল্পী খালিদ হোসেনের পরিস্থিতির উন্নতি ঘটায় তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2018, 03:27 PM
Updated : 16 April 2018, 03:27 PM

রাজধানীর ধানমণ্ডির ল্যাবএইড হাসপাতালে গত ১২ এপ্রিল থেকে চিকিৎসাধীন একুশে পদকজয়ী এই শিল্পী।

তার ছেলে আসিফ হোসেন জানান, শ্বাসকষ্টের সমস্যা দেখা দিলে তার বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ল্যাবএইডের জনসংযোগ কর্মকর্তা সাঈফুর রহমান লেনিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শারীরিক অবস্থার অবনতি ঘটায় খালিদ হোসেনকে আইসিইউতে নেওয়া হয়েছিল। সোমবার অবস্থার উন্নতি হলে তাকে কেবিনে নিয়ে আসা হয়।

এর আগে ২০১৭ সালে বুকে ব্যথা নিয়ে বেশ কদিন রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি ছিলেন এই শিল্পী।

১৯৪০ সালের ৪ ডিসেম্বর কলকাতায় জন্ম খালিদ হোসেনের।

তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয় ও দেশের সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ও বাংলাদেশ টেক্সট বুক বোর্ডে  সংগীত নিয়ে প্রশিক্ষক ও নিরীক্ষকের দায়িত্ব পালন করেছেন।

নজরুল ইনস্টিটিউটে নজরুল সংগীতের আদি সুরভিত্তিক নজরুল স্বরলিপি প্রমাণীকরণ পরিষদের সদস্য খালিদ হোসেন।

এ পর্যন্ত তার ছয়টি নজরুল সংগীতের অ্যালবাম প্রকাশিত হয়েছে। তার একমাত্র আধুনিক গানের অ্যালবাম ‘চম্পা নদীর তীরে’। এ ছাড়া তার ১২টি ইসলামী গানের অ্যালবামও রয়েছে।