
ছোটপর্দায় বর্ষবরণ আয়োজন
গ্লিটজ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2018-04-14 01:59:05.0 BdST Updated: 2018-04-14 01:59:05.0 BdST
বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত দেশের টেলিভিশন চ্যানেলগুলো। দেশের বিভিন্নস্থানের কনসার্টগুলো সরাসরি সম্প্রচার করবে বেশকিছু টেলিভিশন চ্যানেল। দিনভর নানা অনুষ্ঠানের পাশাপাশি থাকছে বিশেষ নাটক। গ্লিটজ পাঠকদের জন্য ছোটপর্দার আয়োজনগুলো তুলে ধরা হলো
১৪ এপ্রিল প্রভাতের প্রথম প্রহরে রেজওয়ানা চৌধুরী বন্যার নেতৃত্বে সারাদেশ থেকে নির্বাচিত হাজারও শিল্পীর কণ্ঠে পরিবেশিত হবে নতুন বছরকে গ্রহণ করে নিতে বর্ষবরণের গান।
অনুষ্ঠানে সংগীত, নাটক ও আলোচনায় অংশ নিবেন বাংলাদেশ ও কলকাতা থেকে আগত বিশিষ্টজনরা।
বর্ষবরণ উৎসব চলবে বেলা ২টা পর্যন্ত। অনুষ্ঠানটি চ্যানেল আই সরাসরি সম্প্রচার করবে।
দুপুর ৩টা ৫ মিনিটে দেখানো হবে রেশমী মিত্র পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘হঠাৎ দেখা’।
রাত ৯টা ৫০ মিনিটে প্রচার হবে শাইখ সিরাজের পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনায় বাংলা নববর্ষ উপলক্ষে হৃদয়ে মাটি ও মানুষ-এর বিশেষ পর্ব।
এবারের আয়োজন গ্রাম বাংলার মানুষের প্রিয় পরিধেয় রুহিতপুরি লুঙ্গির ঐতিহ্য নিয়ে প্রতিবেদন।
দেশ টিভি
দেশ টিভি আয়োজন করেছে বিশেষ মিউজিক্যাল লাইভ 'উৎসবে বৈশাখ'। এতে সংগীত পরিবেশন করবেন সুবীর নন্দী, ফেরদৌস আরা, খায়রুল আনাম শাকিল, দিনাত জাহান মুন্নী, রন্টি দাস, অনুপমা মুক্তি, রিজিয়া পারভীন, ইউসুফ আলী খান, রুমানা ইসলাম, ও ফাহিম হোসেন চৌধুরী।
অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন মৌসুমী মৌ এবং লাবণ্য। অনুষ্ঠানটি প্রচারিত হবে শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠ থেকে অনুষ্ঠিত হবে ‘মোজো বৈশাখী উৎসব’। এটি সরাসরি সম্প্রচারিত হবে বাংলাভিশনে।
এই বৈশাখী উৎসব-এ গাইবেন ফিডব্যাক, ওয়ারফেজ, হৃদয় খান, মিলাসহ আরও অনেকে। এই আয়োজনের মিডিয়া পার্টনার বাংলাভিশন।
রাত ৯টা ৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘এবং মেঘের আকাশ’। শামীমা শাম্মী’র রচনা ও পরিচালনায় নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা, আফরান নিশো, সৈয়দ হাসান ইমাম প্রমুখ।
রাত ১১টা ২৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ টেলিফিল্ম ‘এই বৈশাখে তুমি আমি’।
রাশেদা আকতার লাজুক-এর রচনা ও পরিচালনায় নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সজল, এভ্রিল, মুনিরা মিঠু, নাদের চৌধুরী, রাশেদ মামুন অপু প্রমুখ।
সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘আবার এলো যে বৈশাখ’। অনুষ্ঠানে গান পরিবেশন করেছেন শফি মন্ডল, শাহনাজ বেলী ও পথিক নবী।
সকাল ৯ টা ১৫ মিনিটে পাবনার এডওয়ার্ড কলেজ মাঠ থেকে সরাসরি সম্প্রচারিত হবে ‘রুচি বৈশাখী উৎসব ১৪২৫’।
এতে গান পরিবেশন করবেন ফকির শাহাবুদ্দিন, শুভ, কর্ণিয়া, প্রীতম হাসান, কামরুজ্জামান, শফিকুল ইসলাম, সুরভী ও আঞ্চলিক গানের দল।
সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘তালাশ’। দেবজ্যোতি ভক্তের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন বাঁধন, মাজনুন মিজান, শংকর সাঁওজাল প্রমুখ।
বৈশাখের সাজ নিয়ে আয়োজন ‘জুঁইয়ের সাথে বৈশাখী সাজে’ প্রচারিত হবে রাত ৯ টায়।
ভোর ৬টা ৫৫ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘বাংলা নববর্ষ’। আলফ্রেড খোকনের প্রযোজনায় হালখাতা, গ্রামীণ খেলাধুলা, পুতুল নাচ, গ্রাম ও শহরের বৈশাখী শোভাযাত্রা, নব বর্ষের সংক্ষেপিত ইতিহাস ও বাংলার নানান কৃষ্টি, সংস্কৃতি আর ঐতিহ্য, আদিবাসীদের বর্ষবরণসহ বৈশাখী নাচ ও গান ইত্যাদির সংমিশ্রণে এই প্রামাণ্য অনুষ্ঠান।
শারমিন লাকী’র উপস্থাপনায় অনুষ্ঠানটির ধারা বর্ণনা করেছেন সাগর সেন।
অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছেন মমতাজ উদ্দীন আহমদ, আসাদ চৌধুরী, শামীম আজাদ, সাদী মহম্মদ, অপি করিম, শখ, চাঁদনী ও মুনীরা ইউসুফ মেমী।
বাংলা নববর্ষ ১৪২৫ উপলক্ষে এনটিভিতে আজ সকাল ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে তানভীর মোকাম্মেল পরিচালিত পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘লালন’।
দুপুর ১২টা ২০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘মেঘের আড়ালে মেঘ’। তৌকীর আহমেদের রচনা ও পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন তৌকীর আহমেদ, তারিন জাহান, রওনক হাসান, জিয়াউল হাসান কিসলু, নাহিয়ান প্রমুখ।
দুপুর ২টা ৩০ মিনিটে এনটিভি’র ষ্টুডিও থেকে সরাসরি সম্প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘বৈশাখের রঙ’। জাহাঙ্গীর চৌধুরী’র প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন মৃদুলা মতিন।
বিশেষ এই অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন শিল্পী মনির খান ও দোয়েল রাজা। এছাড়াও লোক ঐতিহ্যের উপর তথ্যচিত্র থাকছে এই অনুষ্ঠানে।
রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘এক বৈশাখে’। সারওয়ার রেজা জিমি’র রচনায় নাটকটি পরিচালনা করেছেন তুহিস হোসেন।
অভিনয় করেছেন আফরান নিশো, তানজিন তিশা, এ কে আজাদ সেতু, স্বর্ণলতা, জয়ীতা, মাহবুব প্রমুখ।
৪টা ১০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় মল চত্বর থেকে সরাসরি সম্প্রচারিত হবে বর্ষবরণ আনন্দ উৎসব ১৪২৫।
গান পরিবেশন করবেন জেমস, কনা, সাব্বির ও শারমিন। প্রযোজনা: শাহরিয়ার ইসলাম।
রাত ৯ টা ০৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘সোনালী ইলিশের গল্প’। রচনা ও পরিচালনায় সাগর জাহান। অভিনয়ে তাহসান খান, জাকিয়া বারী মম প্রমুখ।
আরও পড়ুন
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
- শুটিং করতে গিয়ে আহত অক্ষয় কুমার
- ‘ড্রিমগার্ল’ অধরা খান
- কথা রাখলেন অনন্ত জলিল
- ‘ঠাগস অব হিন্দোস্তান’ চীনে মুক্তি দেওয়ার পরিকল্পনা
- মিলনের মিউজিক ভিডিও ‘চলে আয়’
- গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি কুশল
- স্টার সিনেপ্লেক্সে তিন হলিউডি ছবি
- পূর্ণিমার অতিথি ফাহমিদা নবী
- সরকারের প্রতি ‘সঙ্গীত ভবনের’ দায়িত্ব নেওয়ার আহ্বান কবরীর
- কোনাল-শানের ‘তুমি নেই বলে’
সর্বাধিক পঠিত
- কথা রাখলেন অনন্ত জলিল
- পেটানোর ভিডিও ভাইরাল, চট্টগ্রামের ছাত্রলীগ নেতা রনির পদত্যাগ
- বোলিংয়ে বিবর্ণ সাকিব, গেইলের সেঞ্চুরি
- আতলেতিকোর হারে শিরোপার আরও কাছে বার্সা
- নেইমারের চোখে বিশ্বকাপের মঞ্চে আলো কাড়বেন যারা
- তেলেঙ্গানায় বটবৃক্ষ বাঁচাতে ডালে ডালে ‘স্যালাইন বোতল’
- আফগানিস্তান-বাংলাদেশ সিরিজ হবে টি-টোয়েন্টির
- ‘ঠাগস অব হিন্দোস্তান’ চীনে মুক্তি দেওয়ার পরিকল্পনা
- বিয়ের আগে অতীত শারীরিক সম্পর্কের বিষয়ে কি জানানো উচিত?
- মেসিকে আঘাত না করে থামানোর রাস্তা খুঁজছেন মের্কাদো
- সুফিয়া কামাল হল থেকে মধ্যরাতে ছাত্রীদের বের করে দেওয়ার অভিযোগ
- বিপিএলে এবার একাদশে সর্বোচ্চ ৪ বিদেশি
- ছাত্রলীগের তদন্ত নিয়ে প্রশ্ন বহিষ্কৃত মুনের
- পাওয়া গেছে হিল উইমেন্স ফেডারেশনের দুই নেত্রীকে
- টাইমের প্রভাবশালীদের তালিকায় শেখ হাসিনা