‘স্বপ্নজাল’-এর নতুন গান প্রকাশ হল

মুক্তির একদিন আগে প্রকাশ করা হলো নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের চলচ্চিত্র ‘স্বপ্নজাল’র গান।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 April 2018, 11:29 PM
Updated : 4 April 2018, 11:29 PM

ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল ক্রিয়েশনসের ইউটিউব চ্যানেল প্রকাশিত গানটির শিরোনাম ‘এমন করে বলছি’।

গানের কথা লিখেছেন উম্মে রায়হানা মুমু। কণ্ঠ দিয়েছেন রশীদ শরীফ শোয়েব ও আরমিন মুসা। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানের সুরও শোয়েবের।

শুক্রবার দেশের ২২টি হলে ছবিটি মুক্তি পাচ্ছে বলে জানিয়েছেন ছবির নির্মাতা।

গত মাসে বিনাকর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে ছবিটি। প্রশংসিত হয়েছে ছবির ট্রেইলারও।

এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন পরীমনি ও ইয়াশ রোহান।

আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ইরেশ জাকের, মিশা সওদাগর, শাহানা সুমী, শহিদুল আলম সাচ্চু, শিল্পী সরকার, ইরফান সেলিম, মুনিয়া, শাহেদ আলী, আহসানুল হক মিনুসহ অনেকে।