নতুন সিনেমা ‘কুশি’র শুটিংয়ের জন্য তুরস্ক পাড়ি জমালেন ভারতের অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সেখানে গিয়ে কেবল শুটিংয়ের ছবিই নয়, একান্তে কাটানো মুহূর্তের ছবিও ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন তিনি।
ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল ক্রিয়েশনসের ইউটিউব চ্যানেল প্রকাশিত গানটির শিরোনাম ‘এমন করে বলছি’।
গানের কথা লিখেছেন উম্মে রায়হানা মুমু। কণ্ঠ দিয়েছেন রশীদ শরীফ শোয়েব ও আরমিন মুসা। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানের সুরও শোয়েবের।
শুক্রবার দেশের ২২টি হলে ছবিটি মুক্তি পাচ্ছে বলে জানিয়েছেন ছবির নির্মাতা।
গত মাসে বিনাকর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে ছবিটি। প্রশংসিত হয়েছে ছবির ট্রেইলারও।
এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন পরীমনি ও ইয়াশ রোহান।
আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ইরেশ জাকের, মিশা সওদাগর, শাহানা সুমী, শহিদুল আলম সাচ্চু, শিল্পী সরকার, ইরফান সেলিম, মুনিয়া, শাহেদ আলী, আহসানুল হক মিনুসহ অনেকে।