মঞ্চের আলোয় হাছন রাজা

মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ সহ অনুসরনীয় কীর্তিমানদের অনেককেই মঞ্চে ধারণ করেছে প্রাঙ্গনেমোর নাট্যদল। এবার এ নাট্যদল মঞ্চে নিয়ে আসছে মরমী গীতিকবি হাছন রাজাকে নিয়ে নাটক ‘হাছনজানের রাজা’।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 April 2018, 12:36 PM
Updated : 3 April 2018, 04:41 PM

বিশিষ্ট লেখক শাকুর মজিদের লেখা ও অনন্ত হিরার নির্দেশনায় নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হবে ২০ এপ্রিল সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে।

এছাড়া ২১ এপ্রিল একই সময় পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির দ্বিতীয় মঞ্চায়ন অনুষ্ঠিত হবে বলে জানিযেছেন নির্দেশক অনন্ত হীরা।

‘হাছনজানের রাজা’ নাটকটি প্রাঙ্গণেমোরের ১৩তম প্রযোজনা। এ নাটকের মঞ্চ পরিকল্পনা করেছেন ফয়েজ জহির, সঙ্গীত পরামর্শক হাছন রাজার গানের জনপ্রিয় শিল্পী সেলিম চৌধুরী, সঙ্গীত পরিকল্পনা রামিজ রাজু, আলোক পরামর্শক বাংলাদেশের প্রবীন আলোক পরিকল্পক ঠাণ্ডু রায়হান, আলোক পরিকল্পনা তৌফিক আজীম রবিন এবং পোশাক পরিকল্পনা করেছেন নূনা আফরোজ।

‘হাজনজানের রাজা’ নাটকের মহড়ার দৃশ্য

নাটকটি প্রসঙ্গে নির্দেশক অনন্ত হীরা গ্লিটজকে বলেন, “এই সময়ের মানুষ ১০০ বছর আগের হাছন রাজাকে দেখতে চেষ্টা করবে। জমিদার হিসেবে যৌবনে হাছন রাজার বেপরোয়া জীবন এবং পরবর্তীতে মায়ের মৃত্যুতে তার জীবন সম্পর্কে উপলব্ধী ও মরমী সাধক হয়ে ওঠার ভেতর যে দুইরকম বৈপরীত্য তাই দেখা যাবে নাটকটিতে।

প্রায় চারমাস ধরে নাটকটির প্রস্তুতি চলছে। আশা করছি দর্শক নাটকটি উপভোগ করবেন।”

‘হাছনজানের রাজা’ নাটকে অভিনয় করেছেন রামিজ রাজু, আউয়াল রেজা, মাইনুল তাওহীদ, সাগর রায়, শুভেচ্ছা রহমান, সবুক্তগীন শুভ, জুয়েল রানা, আশা, প্রকৃতি, প্রীতি, সুজয়, নীরু, সুমন, বাঁধন ও রুমা।