রাজশাহীতে বটতলার ‘খনা’

বটতলা নাট্যদলের জননন্দিত প্রযোজনা ‘খনা’ প্রদর্শিত হতে যাচ্ছে রাজশাহীতে।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 April 2018, 02:44 PM
Updated : 1 April 2018, 02:44 PM

ইতিমধ্যেই দেশ এবং দেশের বাইরের বিভিন্ন মঞ্চে প্রদর্শিত ও প্রশংসিত হয়েছে বটতলা নাট্যদলের প্রযোজনা ‘খনা’। রাবি নাট্যকলা বিভাগের আয়োজনে অনুষ্ঠিতব্য ‘বাংলাদেশ-ভারত মৈত্রী নাট্যোৎসব ২০১৮’-এ আগামী ২ এপ্রিল মঞ্চায়িত হবে নাটকটি।

এদিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন স্মৃতি মিলনায়তনে বিকাল ৪টায় নাটকটির ৬২তম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।

নাটকটি রচনা করেছেন সামিনা লুৎফা নিত্রা ও নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার।

নাটকটির রচয়িতা গ্লিটজকে বলেন, “আগামীকাল নাটকটি মঞ্চস্থ হবে। আমাদের প্রস্তুতি সম্পন্ন। আমাদের সমাজে নারীর যে অধস্তন রূপ সমাজে তাকে যে লৈঙ্গিক ও শ্রেণিগত বৈষম্যের শিকার হতে হয় মিথের আশ্রয়ে তাই উঠে এসেছে নাটকটিতে।”

নাটকটির মঞ্চ ও আলোক পরিকল্পনা করেছেন আবু আউদ আশরাফী, সুর ও সংগীত- ব্রাত্য আমিন, শারমিন ইতি ও জিয়াউল আবেদীন রাখাল।

‘খনা’য় অভিনয় করছেন সামিনা লুৎফা নিত্রা, মো. আলী হায়দার, ইভান রিয়াজ, শারমিন ইতি, তৌফিক হাসান, শেউতি শাহগুফতা, মিজানুর রহমান, আব্দুল কাদের, পঙ্কজ মজুমদার, বাকিরুল ইসলাম, ব্রাত্য আমীন, জিয়াউল আবেদীন রাখাল, সৌম্য সরকার, লায়কা বশীর, মাহফুজা সিদ্দিকা প্রমুখ।