পিছিয়ে গেল ‘বালিঘর’-এর শুটিং

বাংলাদেশ সরকারের লিখিত অনুমতির অপেক্ষায় রয়েছেন নির্মাতা । কাজের অনুমতি মিললেই সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে শুটিং ।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 March 2018, 12:04 PM
Updated : 30 March 2018, 12:06 PM

বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল ক্রিয়েশন-এর দুই বাংলার চলচ্চিত্র ‘বালিঘর’ নির্মাণ করছেন কলকাতার জনপ্রিয় নির্মাতা অরিন্দম শীল।

আগামী সেপ্টেম্বরের আগে ছবিটির শুটিং শুরু হওয়ার কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছেন নির্মাতা।

আনন্দবাজারপত্রিকাকে অরিন্দম শীল বলেছেন,“বাংলাদেশ ফিল্ম ডেভলপমেন্ট কর্পোরেশন ‘বালিঘর’-এর স্ক্রিপ্ট অনুমোদন করেছে। আমরা এখন বাংলাদেশ সরকারের লিখিত অনুমতির অপেক্ষায় রয়েছি। সব অভিনেতাদের সঙ্গে ডেট নেওয়া ছিল। এই অনুমতি পেতে দেরি হল বলেই আবারও এতজন অভিনেতার এক সঙ্গে ডেট পাওয়া এক্ষুনি সম্ভব হচ্ছে না। সেকারণেই সেপ্টেম্বরে শুটিং শুরু করব।”

ওপার বাংলার জনপ্রিয় কথাসাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্য রচিত ‘ঢেউ আসে ঢেউ যায়’ উপন্যাস অবলম্বনে নির্মিতব্য ‘বালিঘর’ ছবিটিতে অভিনয় করছেন এক ঝাঁক তারকা অভিনয়শিল্পী।

বাংলাদেশ থেকে এই সিনেমায় অভিনয় করছেন আরিফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা । আরও রয়েছেন নওশাবা। ভারতীয় শিল্পীদের মধ্যে আছেন আবির চ্যাটার্জি, পার্নো মিত্র, রাহুল ব্যানার্জী, অনির্বাণ ভট্টাচার্য।

চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করছে দেশের জনপ্রিয় ব্যান্ড চিরকুট। তাদের সঙ্গে থাকছেন উপমহাদেশের পারকাশন লেজেন্ড বিক্রম ঘোষ।