অর্থ সংক‌টে ‘আ‌দিম’

আ‌র্থিক সংক‌টে প‌ড়ে থম‌কে আছে তরুণ নির্মাতা যুবরাজ শামী‌মের ‘আ‌দিম’ চল‌চ্চি‌ত্রের শু‌টিং।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 March 2018, 12:07 PM
Updated : 22 March 2018, 02:41 PM

প‌রিচালনার পাশাপা‌শি চলচ্চি‌ত্রে‌র গল্প ও চিত্রনাট্যও ক‌রে‌ছেন শামীম।

তি‌নি গ্লিটজ‌কে জানান, ছ‌বি‌টির নব্বই শতাংশ দৃশ্যধারণ হ‌য়ে গেলেও আর্থিক সংক‌টের কারণে শু‌টিং বন্ধ র‌য়ে‌ছে।

এ প‌রিচালক ব‌লেন, ‌“সিনেমা‌টির একক কো‌নো প্র‌যোজক নেই। প্রোডাকশনের মোট খরচকে ৫০০০ টাকা ইউনিটে ভাগ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে শেয়ার বিক্রি শুরু করি।

সর্বমোট ৬৫ টি শেয়ার বিক্রি করতে সক্ষম হই। শুটিং চলাকালীন অনেকেই শেয়ার কিনেছেন। যদিও প্রাথমিকভাবে লক্ষ ছিল ৬০টি শেয়ার বিক্রি করার। কিন্তু প্রি-প্রোডাকশন এবং বিভিন্ন জটিলতার কারণে প্রোডাকশন কস্ট বেড়ে যায়।

এখনও পর্যন্ত সিনেমাটির নব্বই ভাগ শুট করা হয়েছে । শুটিং চলাকালীন অনেকের কাছ থেকেই টাকা ধার নিয়েছি, তাছাড়া ক্যামেরা ভাড়াও আটকে আছে। সবমিলিয়ে অর্থনৈতিক অনিশ্চয়তায় রয়েছি।

সেক্ষেত্রে আরো কিছু শেয়ার বিক্রি হলে বাকি শুটিং শেষ করে সিনেমাটি এডিটিং প্যানেলে নিতে পারবো।”

হাল না ছে‌ড়ে আশায় বুক বেঁ‌ধে আছেন এ নির্মাতা।

গ্লিটজ‌কে বলেন, “আদিম’ নির্মাণ করতে গিয়ে কিংবা শেয়ারের আহ্বান জানিয়ে যেমন হেয় প্রতিপন্ন হয়েছি। তারচেয়েও বহুগুন বেশি মানুষের ভালোবাসা পেয়েছি।”

ছ‌বির চিত্রগ্রহণে আছেন আমির হামযা, ক্যামেরা সহকারি অরণ্য আনন্দ। নির্বাহী প্রযোজক মোহাম্মদ নুরুজ্জামান।

বস্তি ও স্টেশনের প্রায় দেড় শতাধিক মানুষ এই সিনেমাটিতে অভিনয় করেছে। মূল চরিত্রে অভিনয় করেছেন বাদশা,দুলাল ও সোহাগী।