দ্বিতীয় রাজশাহী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামল

শেষ হলো দ্বিতীয়বারের মতো আয়োজিত রাজশাহী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অঙ্গজ’ এবং চলচ্চিত্রটি নির্মাণের জন্য শ্রেষ্ঠ পরিচালক বিভাগে খন্দকার সুমন পুরস্কার পেয়েছেন।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 March 2018, 11:44 AM
Updated : 20 March 2018, 11:44 AM

১৯ মার্চ সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুখরঞ্জন সমাদার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (এসএসটিএসসিসি) দ্বিতীয় রাজশাহী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক।

রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সহযোগিতায় চারদিন (১৬-১৯ মার্চ) ব্যাপী এ চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছিল রাজশাহী ফিল্ম সোসাইটি।

রাজশাহী ফিল্ম সোসাইটির সভাপতি নাট্যব্যক্তিত্ব ও চলচ্চিত্র নির্মাতা আহসান কবীর লিটনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা আকরাম খান, ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সভাপতি ডা. এফএমএ জাহিদ, রেইনবো ফিল্ম সোসাইটির অর্থ সম্পাদক ও ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’র প্রধান সমন্বয়কারী মিজানুর রহমান, শিলিগুড়ি সিনে সোসাইটি’র সাধারণ সম্পাদক প্রদীপ নাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ড. সাজ্জাদ বকুল, কবিকুঞ্জ’র সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার প্রমুখ।

উৎসবে শ্রেষ্ঠ চিত্রগ্রাহক বিভাগে শাহারিয়ার চয়ন (‘দ্য রিবেল অব মাইন্ড’) এবং স্পেশাল জুরি অ্যাওয়ার্ড বিভাগে তানজিনা রহমান (‘ফিউনিরাল’) পুরস্কার পেয়েছেন।

পরিচালক খন্দকার সুমন জানান, “শ্রেণি বিভক্ত সমাজে ভিন্ন ভিন্ন জীবন যাপনের গল্পগুলো কখনো কখনো একই বিন্দুতে এসে মিলে যায়।

ভিন্নতার মাঝেও মানবিক আবেগ অনুভূতি, অব্যক্ত যন্ত্রণা, জীবনের টানপোড়েনের গল্পগুলো শ্রেণি কাঠামোর উর্দ্ধে অদ্ভুতভাবে একই রকমের গল্প তৈরি করে।

বিভাজিত শ্রেণির ভিন্ন দুজন মা ও সন্তানের দূরত্ব, নৈকট্যের আকুতি, ভালবাসার আকাঙ্খায় কোনো পার্থক্য তৈরি করে না। ‘অঙ্গজ’ চলচ্চিত্রটির মাধ্যমে মা-ছেলের সম্পর্কের চিরায়ত মানবিক সেই গল্পকেই হাজির করেছি পর্দায়।”

অঙ্গজ চলচ্চিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল, প্রিয়াঙ্কা বিশ্বাস, অনিক ইসলাম, হৃদয় ইসলাম, সাইদুর রহমান রওনক।

চলচ্চিত্রটির চিত্রগ্রহণ এবং সম্পাদনায় ছিলেন সাইফ রাসেল, সংগীতে মাহমুদ হায়াৎ অর্পণ।