‘আশিকি’র রাহুল রায় ফিরছেন চলচ্চিত্রে

১৯৯০-এ মুক্তিপ্রাপ্ত ‘আশিকি’ চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক দীর্ঘ ব্যবধানের পর আবার ফিরছেন ‘ওয়েলকাম টু রাশিয়া’ চলচ্চিত্রে ।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2018, 02:01 PM
Updated : 19 March 2018, 02:04 PM

গুলশন কুমার প্রযোজিত, মহেশ ভাট পরিচালিত ১৯৯০-এর জনপ্রিয় চলচ্চিত্র ‘আশিকি’র মাধ্যমে সকলের কাছে সুপরিচিত হয়ে ওঠেন অভিনেতা রাহুল রায় ।

রাতারাতি বিখ্যাত হয়ে ওঠা এই তারকা আবার হারিয়ে যান হঠাৎ করেই ।

এনডিটিভি সূত্রে খবর, দীর্ঘ ব্যবধানের পর আবার তিনি ফিরছেন চলচ্চিত্রে । তার নিজস্ব ইন্সটাগ্রাম পেইজে নতুন সিনেমার কিছু ছবিও পোস্ট করেছেন ।

 

গত শনিবার সংবাদসংস্থা আইএএনএস’কে রাহুল জানিয়েছেন ‘ওয়েলকাম টু রাশিয়া’ চলচ্চিত্রে তিনি যে চরিত্রে অভিনয় করছেন তার নাম আরসান । অর্ধেক ভারতীয় আর অর্ধেক রাশিয়ান এই পুলিশ অফিসার খুবই দুর্নীতি পরায়ন ।

রাশিয়ার বড় বড় মাফিয়াদের সঙ্গেও এই অফিসারের যোগ রয়েছে । এই ছবিতে তার চরিত্র এবং চেহারা দুই-ই ভিন্ন ধরনের ।

আইএএনএস’কে তিনি বলেন,“ এই প্রোডাকশনে ডাক পেয়ে আমি খুব খুশি। সুন্দর এক প্রেমের গল্প আর সংগীতও চমৎকার।”

নিওলে ফিল্মস-এর প্রযোজনায় ‘ওয়েলকাম টু রাশিয়া’ পরিচালনা করছেন নিতীন গুপ্ত । ছবিটি এবছরই মুক্তি পাবে ।

‘আশিকি’ ছাড়াও ‘জুনুন’, ‘স্বপ্নে সাজন কি’, ‘গুমরাহ’, ‘ফির তেরি কাহানি ইয়াদ আয়ে’ ইত্যাদি বেশ কয়েকটি ছবিতে অভিনয় করলেও বক্সঅফিসে তেমন সাফল্য পাননি ।

অভিনয়ের জন্যই তিনি অস্ট্রেলিয়া পাড়ি দিয়েছিলেন বেশ কয়েক বছর আগেই। শেষ তাকে দেখা গেছে ২০০৭ সালে ভারতীয় টেলিভিশনের বিতর্কিত অনুষ্ঠান ‘বিগ বস’-এর প্রথম পর্বে অতিথি হিসেবে ।