বীরাঙ্গনা তানিয়া, যুদ্ধশিশু জোভান

স্বাধীনতা দিবস উপলক্ষে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘যুদ্ধশিশু’।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2018, 01:04 PM
Updated : 18 March 2018, 01:04 PM

বীরাঙ্গনা তানিয়া আহমেদের সন্তান হিসেবে যুদ্ধশিশু চরিত্রে অভিনয় করেছেন ছোটপর্দার অভিনেতা জোভান। মাসুদ আহমেদের ‘রৌদ্রবেলা ও ঝরাফুল’ উপন্যাসের ছায়া অবলম্বনে মানস পালের চিত্রনাট্যে স্বাধীনতা দিবসের নাটক নির্মাণ করেছেন গোলাম হাবিব লিটু।

যুবতী দেলদুয়ারকে প্রতিবেশী রাজাকার ’৭১-এ, পাকবাহিনীর হাতে তুলে দেয়। পাক বাহিনীর কাছে বন্দী থাকা অবস্থায় নির্যাতিত হয়ে রেড ক্রিসেন্টের সহায়তায় একটি ছেলে সন্তান প্রসব করেন তিনি।

সে সময় সুইডিস এক দম্পতি দেলদুয়ারার বাচ্চাকে পালক নেন। তাদের সন্তান হয়েই বড় হয় যুদ্ধশিশুটি।

যুদ্ধশিশুর পরিণত বয়সের চরিত্রে অভিনয় করেছেন ছোটপর্দার অভিনেতা জোভান। বড় হয়ে নিজের মূল পরিচয় জানতে পেরে মায়ের খোঁজে জোভান তার হবু স্ত্রীকে নিয়ে ফেরেন বাংলাদেশে।

মাকে কি খুঁজে পান জোভান? এমন গল্প অবলম্বনে নির্মিত হয়েছে নাটক ‘যুদ্ধশিশু’।

নাটকে জোভানের বীরাঙ্গনা মায়ের চরিত্রে অভিনয় করেছেন তানিয়া আহমেদ।

নাটকটি প্রসঙ্গে জোভান গ্লিটজকে বলেন, “চরিত্রটি চ্যালেঞ্জিং ছিল। ইংরেজি ঢঙের বাংলা উচ্চারণে কথা বলতে হয়েছে। এর চেয়ে ইংরেজি বলা সহজ ছিল।

আমার কো আর্টিস্ট ছিলেন জার্মানশিল্পী দোরেথিয়া। তার উচ্চারণ অনুসরণ করেছি। বেশ কিছু ইমোশনাল সিন ছিলো। আমি চেষ্টা করেছি চরিত্রটিকে অনুভব করতে।”

 নাটকে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন, তানিয়া আহমেদ, ফারহান আহমেদ জোভান (যুদ্ধশিশু), জার্মানশিল্পী দোরোথিয়া বরকসকি, আফরোজা বানু প্রমুখ।

নাটকটি চ্যানেল আইতে প্রচার হবে ২৬ মার্চ রাত ৮টায়।