রাবিতে চলচ্চিত্র বিষয়ক বক্তৃতা দেবেন অমিতাভ রেজা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘চলচ্চিত্রের ভাষা ও নির্মাণশৈলী’ বিষয়ে কথা বলতে আমন্ত্রিত হয়েছেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী।

রাজশাহী বিশ্বাবিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2018, 12:32 PM
Updated : 18 March 2018, 12:54 PM

‘ম্যাজিক লণ্ঠন কথামালা ৭’ শিরোনামে এ বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করেছে চলচ্চিত্রবিষয়ক গবেষণা পত্রিকা ‘ম্যাজিক লণ্ঠন’।

ম্যাজিক লণ্ঠন-এর সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক কাজী মামুন হায়দার জানান, আগামী ১৯মার্চ বিকেল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র কলাভবনের ১২৩নং কক্ষে বক্তৃতা করবেন তিনি।

ম্যাজিক লণ্ঠনের নিয়মিত আয়োজন ‘ম্যাজিক লণ্ঠন কথামালা’য় অংশ নিতে এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়েছিলেন চলচ্চিত্রনির্মাতা নুরুল আলম আতিক, আবু সাইয়ীদ, গোলাম রাব্বনী বিপ্লব, অভিনয়শিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়, পরিচালক ও অভিনয়শিল্পী কাজী হায়াৎ এবং অভিনয়শিল্পী রোকেয়া প্রাচী।

সর্বশেষ গত বছরের মার্চে ‘ম্যাজিক লণ্ঠন কথামালা ৬’-এ অভিনয়শিল্পী রোকেয়া প্রাচী কথা উপস্থাপন করেন, ‘অভিনয় ও পেশাদারিত্ব’ বিষয়ে।

‘ম্যাজিক লণ্ঠন’ চলচ্চিত্রবিষয়ক পত্রিকা ও সংগঠনটির যাত্রা শুরু ২০১১ খ্রিস্টাব্দে। জানুয়ারি ও জুলাই মাসে নিয়মিত এ পত্রিকাটি প্রকাশিত হয়।

এ পত্রিকায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের লেখা চলচ্চিত্র, সংবাদপত্র, টেলিভিশন, নিউমিডিয়া বিষয়ক প্রবন্ধ-নিবন্ধ ও সাক্ষাৎকার পত্রিকার পাশাপাশি নিয়মিত প্রকাশ হয় ম্যাজিক লণ্ঠনের ওয়েবসাইটেও।

ম্যাজিক লণ্ঠনের উদ্যোগে দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে প্রতি রবিবারে চলচ্চিত্র বিষয়ে ও বুধবারে সাধারণ পাঠচক্র অনুষ্ঠিত হয়।

ম্যাজিক লণ্ঠন-এর প্রযোজনায় সংগঠনটির সদস্যরা নিয়মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও নির্মাণ করে।